ক্যুইজ : ভারতের বাইরে সবচেয়ে বেশি কোন দেশে ভারতীয়রা বাস করে জানেন?

বিশ্বের কোন দেশটিতে সবচেয়ে বেশি ভারতীয়রা বাস করেন?

General Knowledge Quiz : প্রতিটি ছাত্র-ছাত্রীর স্বপ্ন থাকে বড় কোন পদে চাকরি করার। এর জন্য মেধাবীরা নিয়মিত কুইজ, ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। কারণ লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোন ক্ষেত্রেই এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ জানেন বিশ্বের কোন দেশটিকে ‘লিটিল ইন্ডিয়া’ বলা হয়?
উত্তরঃ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজির (Fiji) জনসংখ্যার ৩৮ শতাংশের মাতৃভাষা হিন্দি। এমনকি সরকারি ভাষাও হিন্দি। সেজন্য ফিজিকে ‘ছোট্ট ভারত’ বা ‘লিটিল ইন্ডিয়া’ বলা হয়।

২) প্রশ্নঃ পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে প্রাচীনতম নিদর্শনটি কোথায় অবস্থিত?
উত্তরঃ মিশরের গিজার গ্রেট পিরামিড (Great Pyramid of Giza, Egypt)।

৩) প্রশ্নঃ প্রাচীন সাহিত্যে বাংলাকে কী বলা হয়েছে?
উত্তরঃ গৌড় (Gourd)।

৪) প্রশ্নঃ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কোন সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯৯৮ সালের ১লা জানুয়ারি পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়।

৫) প্রশ্নঃ মহারাষ্ট্রে মারাঠা সাম্রাজ্য কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ছত্রপতি শিবাজী (Chhatrapati Shivaji)।

৬) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ছিল?
উত্তরঃ শ্রী ফণী ভূষণ চক্রবর্তী (Shri Phani Bhushan Chakravartti)।

৭) প্রশ্নঃ ভারতে প্রথম ট্রেন যাত্রা কবে, কোন স্টেশনে থেকে কোথায় গিয়েছিল?
উত্তরঃ ১৬ এপ্রিল ১৮৫৩ সালে ভারতীয় রেল প্রথম এই দিনটিতে মুম্বইয়ের বোরি বন্দর স্টেশন (Bori Port Station) থেকে থানে পর্যন্ত গিয়েছিল।

৮) প্রশ্নঃ থর মরুভূমি অন্য কোন কোন নামে পরিচিত?
উত্তরঃ গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট (Great Indian Dessert)।

৯) প্রশ্নঃ ভারতীয় রেনেসাঁর প্রবর্তক এবং আধুনিক ভারতের জনক হিসেবে পরিচিত কে?
উত্তরঃ রাজা রামমোহন রায় (Raja Rammohan Roy)।

১০) প্রশ্নঃ ভারতের বাইরে কোন দেশে সবচেয়ে বেশি ভারতীয়রা বাস করে জানেন?
উত্তরঃ বর্তমানে, আমেরিকাতে (America) ৪৪ লক্ষেরও বেশি ভারতীয় বাস করেন। ভারতের বাইরে যেকোনো দেশে ভারতীয়দের সংখ্যা এটাই সবচেয়ে বেশি।