ইন্টারভিউ প্রশ্ন: কোন মহাদেশে একটিও দেশ নেই? ৯০% মানুষ বলতে ব্যর্থ হয়েছেন!

বলুন তো কোন মহাদেশে কোনও দেশ নেই?

Interview Questions: UPSC, IAS-সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউতে নানা ধরনের প্রশ্ন করা হয়। তবে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলি সচারচর করা হয়ে থাকে। বলা যেতে পারে, এই প্রশ্নগুলোর মুখোমুখি হতেই হয় চাকরি প্রার্থীদের। সেই প্রশ্নগুলি অতি সাধারণ। জবাবও সহজ হয়। তবে এই প্রশ্নগুলোর উত্তর থেকে পরীক্ষার্থীর বডি ল্যাঙ্গুয়েজ, তাঁর উপস্থিত বুদ্ধি ইত্যাদি পরখ করে নিতে চান পরীক্ষকরা।

১) প্রশ্নঃ ঋক বৈদিক যুগে পঞ্চমবেদ বলতে কী বুঝায়?
উত্তরঃ মহাভারত কে।

২) প্রশ্নঃ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ এই দুটি জমজ (twin cities) শহরের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
উত্তরঃ মুসি নদী।

৩) প্রশ্নঃ তুষারের গভীরতা কে কোন কাল্পনিক রেখার দ্বারা চিহ্নিত করা যায়?
উত্তরঃ ISO nif.

৪) প্রশ্নঃ কোন দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা (Equator) চলে গেছে?
উত্তরঃ কেনিয়া।

৫) প্রশ্নঃ বিশ্বে সবজি উৎপাদনে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ দ্বিতীয় স্থান।

৬) প্রশ্নঃ ১৯৯৯ সালের সেনারি গণহত্যা (Senari massacre) কোন রাজ্যে ঘটেছিল
উত্তরঃ বিহার রাজ্যে।

৭) প্রশ্নঃ পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোনটি?
উত্তরঃ হুগলি নদীর তীর (Bank of Hooghly River)।

৮) প্রশ্নঃ ‘সাদা কয়লা’ (white coal) কাকে বলা হয়?
উত্তরঃ জলবিদ্যুৎ কে।

৯) প্রশ্নঃ ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে ওঠে?
উত্তরঃ ব্যাঙ্গালোর (Bangalore)।

১০) প্রশ্নঃ ভারতের সর্বপ্রথম কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল?
উত্তরঃ রাজস্থানে।

১১) প্রশ্নঃ ন্যাশনাল জিওগ্রাফিকাল রিসার্চ ইনস্টিটিউট (National Geographical Research Institute) কোথায় অবস্থিত?
উত্তরঃ হায়দ্রাবাদে।

১২) প্রশ্নঃ পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ কোনটি?
উত্তরঃ মরু সাগর (Dead Sea), যা ইসরাইলে অবস্থিত।

১৩) প্রশ্নঃ কোন মহাদেশে একটিও দেশ নেই?
উত্তরঃ অ্যান্টার্কটিকায় কোনো দেশ নেই, যদিও বিশ্বের সাতটি দেশ এর বিভিন্ন অংশ দাবি করে ( নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নরওয়ে, যুক্তরাজ্য, চিলি এবং আর্জেন্টিনা)। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশ তা স্বীকৃতি দেয় না।

১৪) প্রশ্নঃ গৌতম বুদ্ধের (Gautama Buddha) দেহত্যাগের ঘটনাটি কী নামে পরিচিত?
উত্তরঃ মহাপরিনির্বাণ।

১৫) প্রশ্নঃ আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মালদহ।