GK কুইজ: বলুন তো ভারতের কোন শহরটি দুটি রাজ্যের রাজধানী?

আপনি কি জানেন দুটি রাজ্যের রাজধানী ভারতের কোন শহরটি?

General Knowledge Quiz: আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অবশ্যই জেনে রাখা উচিত। এটি এমন একটি বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই। কখন কোন ধরনের প্রশ্ন আসবে তা বলা যায় না। তবে কিছু আকর্ষণীয় প্রশ্ন নিয়ে আসা হয়েছে এই প্রতিবেদনে, যেগুলি পরীক্ষায় আসতে পারে।

Image

১) প্রশ্ন: নিম্নলিখিত ভারতের কোন রাজ্যটির সীমান্ত চীনের (China) সাথে যুক্ত?
ক) মনিপুর
খ) নাগাল্যান্ড
গ) আসাম
ঘ) অরুণাচল প্রদেশ
উত্তর: অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)।
— অরুণাচল প্রদেশের সীমান্ত চীনের সাথে যুক্ত। ভারত ও চীনের সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন (McMahon Line)। এছাড়াও, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিমের সীমান্তও চীনের সাথে ভাগ করেছে।

২) প্রশ্ন: কোন তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সর্বোচ্চ হয়?
ক) ২২শে জুলাই
খ) ৩০শে জানুয়ারি
গ) ৪ঠা জুলাই
ঘ) ২১শে সেপ্টেম্বর
উত্তর: গ) ৪ঠা জুলাই
— ৪ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি (১৫ কোটি ২০ লক্ষ কিমি.) হয়। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে।

৩) প্রশ্ন: কোন দিন ‘শহীদ দিবস’ (Shaheed Diwas) পালিত হয়?
ক) ২৩ মার্চ
খ) ১৪ ফেব্রুয়ারি
গ) ১২ ডিসেম্বর
ঘ) ২২ আগস্ট
উত্তর: ক) ৩০ জানুয়ারি
— শহীদ দিবস পালিত হয় ২৩শে মার্চ।
২৩শে মার্চকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার এই ৩ জন  শহীদের স্মরণে, যাদেরকে ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়েছিল।

৪) প্রশ্ন: দেশের প্রথম উপরাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের (Dr. Sarvapalli Radhakrishnan) জন্মদিন কিরূপে পালিত হয়?
ক) শ্রমিক দিবস
খ) শিশু দিবস
গ) শিক্ষক দিবস
ঘ) ডাক্তার দিবস
উত্তর: গ) শিক্ষক দিবস (Teacher’s Day)
— ভারতে শিক্ষক দিবস পালন করা হয় ৫ই সেপ্টেম্বর। এই দিনটি একজন আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন অনুসারেই পালন করা হয় ‘শিক্ষক দিবস’। যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি।

Image

৫) প্রশ্ন: ভারতের কোন শহরটি দুটি রাজ্যের রাজধানী (Capital)?
ক) শ্রীনগর
খ) চণ্ডীগড়
গ) হায়দ্রাবাদ
ঘ) লখনউ
উত্তর: খ) চণ্ডীগড় (Chandigarh)
— চণ্ডীগড় ভারতের পাঞ্জাব ও হরিয়ানা দুটি রাজ্যের রাজধানী। তবে প্রশাসনিকভাবে চণ্ডীগড় এই দুইয়ের কোনটিরই অধীনস্থ নয়, এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। পাঞ্জাবের রাজ্যপাল চণ্ডীগড়েরও শাসনকর্তা। এই শহরটির নাম এসেছে চণ্ডী মন্দিরের নাম থেকে। চণ্ডীগড়ের আক্ষরিক অর্থই হল দেবী চণ্ডীর গড় বা দুর্গ।