GK প্রশ্ন : বলুন তো এমন কোন প্রাণী যে তার মৃত্যুর আগে থেকেই জানতে পেরে যায়?

মৃত্যুর আগেই জানতে পেরে যায় কোন প্রাণী?

General Knowledge Quiz : আপনারা সকলে জানেন যেকোন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার খুবই প্রয়োজনীয় এবং অনেক প্রতিযোগিতা মূলক পরীক্ষার সময় এই ধরনের প্রশ্নগুলি করা হয়। তাই এমন পরিস্থিতিতে এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। নিচের প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ুন অথবা কোথাও নোট করে রাখতে পারেন।

১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে প্রথম জলজাহাজ তৈরি করা হয়েছিল?
উত্তরঃ ইংল্যান্ডে সর্বপ্রথম জল জাহাজ তৈরি করা হয়েছিল।

২) প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতি ভবনে মোট কয়টি কক্ষ আছে বলুন?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি ভবনে মোট ৩৪০টি কক্ষ রয়েছে।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের রবিবারে ছুটি নেই?
উত্তরঃ ইয়েমেন দেশে ছুটি থাকেনা।

৪) প্রশ্নঃ জানেন কলা কোন দেশের জাতীয় ফল?
উত্তরঃ কম্বোডিয়া দেশের জাতীয় ফল কলা।

৫) প্রশ্নঃ ছট পূজা কোন রাজ্যের বিখ্যাত উৎসব?
উত্তরঃ বিহার রাজ্যের বিখ্যাত উৎসব হলো ছট পূজা।

Image

৬) প্রশ্নঃ কোলগেট কোন দেশের কোম্পানি?
উত্তরঃ কোলগেট আমেরিকান কোম্পানি।

৭) প্রশ্নঃ কোন পাখিকে স্পর্শ করা মাত্রই সাথে সাথে মারা যায়?
উত্তরঃ টিটোনি নামের একটি পাখিকে স্পর্শ করার সাথে সাথে মারা যায়।

৮) প্রশ্নঃ কোন ফলের বীজে বিষ পাওয়া যায়?
উত্তরঃ আপেলের বীজে বিষ পাওয়া যায়।

৯) প্রশ্নঃ জানেন কেদারনাথ মন্দির কারা নির্মাণ করেছিলেন?
উত্তরঃ কথিত আছে, পাণ্ডবেরা আর কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন। তবে স্থানীয়দের দাবি এই মন্দিরটি অষ্টম শতাব্দীতে শঙ্করাচার্য তৈরি করেন।

Where do Scorpions Live? (Hint: It's Not Just Arizona!)

১০) প্রশ্নঃ বলুন তো এমন কোন প্রাণী যে তার মৃত্যুর আগে থেকেই জানতে পেরে যায়?
উত্তরঃ কাঁকড়াবিছা একমাত্র প্রাণী যে তার মৃত্যুর আগে থেকেই জানতে পেরে যায়।