বীরেন্দ্র শেহবাগের নাম শুনলেই যে ৪টি জিনিস সবার প্রথমে আমাদের মাথায় আসে

প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ সেই সকল খেলোয়াড়দের মধ্যে একজন যাকে আজও ক্রিকেট অনুরাগীরা খুব মিস করেন। তিনি কেবল বিধ্বংসী ব্যাটসম্যানই ছিলেন না, প্রতিপক্ষ দলের কাছে মাইন্ড গেমেও এগিয়েছিলেন। তিনি ভারতের হয়ে ১০৪ টেস্টে ৮৫৮৬ রান ও ২৫১ ওয়ানডেতে ৮২৭৩ রান করেছেন। তার ক্যারিয়ারের আকর্ষনীয় বৈশিষ্টটি ছিল দুর্দান্ত স্ট্রাইক রেট, যা টেস্টে ৮২ এবং ওয়ানডেতে ১০৪! এই প্রতিবেদনে বলা হয়েছে, বীরেন্দ্র শেহবাগকে নিয়ে যখনই আলোচনা হয় সবার প্রথমে যে চারটি জিনিস আমাদের মাথায় আসে:

১) বিধ্বংসী ব্যাটসম্যান:

Image

শেহবাগকে এমন একজন ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় যিনি আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ধৈর্য সহকারে ব্যাটিং করেননি। উইকেট কেমন, কন্ডিশন কেমন অথবা বোলার কে — এই নিয়ে কখনো মাথা ঘামাননি তিনি। বোলারদের জন্য তিনি দুঃস্বপ্নের চেয়েও কম ছিলেন না। তিনি তার আক্রমনাত্মক ব্যাটিং দিয়ে ভারতীয় দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন। আজও ভারতীয় ক্রিকেট প্রেমীরা তার খেলা মিস করেন। 

২) প্রথম বলে চার:

Image

মহেন্দ্র সিং ধোনির যেমন শেষ বলে ছক্কা মারার অভ্যাস ছিল তেমনই শেহবাগ ম্যাচের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলতেন। উল্লেখ্য ধোনি ২০১১ বিশ্বকাপ ফাইনাল, ২০১৩ সেলকন কাপ ফাইনাল ও এশিয়া কাপ ফাইনালে ছক্কা মেরে ভারতীয় দলকে জিতিয়ে ছিলেন। একইভাবে শেহবাগ ম্যাচের প্রথম বলেই নিজস্ব স্টাইলে চার মারতেন। ২০১১ বিশ্বকাপের ফাইনাল ছাড়া তিনি প্রতিটি ম্যাচেই এটি করেছিলেন। তার ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ২০ বার বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেছেন।

৩) ছক্কা মেরে রেকর্ড করা:

Image

সাধারণত একজন ব্যাটসম্যান যখন ৫০, ১০০, ১৫০ ও ২০০-র কাছাকাছি ব্যাটিং করেন, এই সময় তারা ধীরেসুস্থে খেলতে পছন্দ করেন। এই ক্ষেত্রে বীরেন্দ্র শেহবাগ পুরোপুরি উল্টো, সেঞ্চুরি হোক বা ট্রিপল সেঞ্চুরি উভয় ক্ষেত্রেই তিনি ছক্কা হাঁকিয়ে মাইলফলক অর্জন করেছেন। শেহবাগ কখনোই ভাবেননি কখন কত রান করে ফেলেছেন। বলটি তার আয়ত্তের মধ্যে থাকলেই সীমান্তের ওপারে পাঠিয়ে দিতেন —ঠিক এই কারণেই শেহবাগকে আরও বেশি মনে রাখা হয়। 

৪) টুইটার কিং:

Image

ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বীরেন্দ্র শেহবাগকে এখনও সত্যিই মিস করেন। তবে অবসরের পর তিনি নিজেকে নতুনভাবে ব্যস্ত রেখেছেন। শেহবাগ সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় এবং তার মজার টুইটগুলি সবাইকে বিনোদিত করে। ২২ গজে ব্যাটিং করার মতোই তার টুইট করাও একটা আলাদা স্টাইল রয়েছে। কখনও কাওকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য তিনি এমনভাবে টুইট করেন যা খবরের শিরোনামে চলে আসে।