GK ক্যুইজ : কোন প্রাণী বিলুপ্ত হলে মানুষও বিলুপ্ত হয়ে যাবে?

মানুষের অস্তিত্ব টিকে আছে কোন প্রাণীর উপর জানেন?

General Knowledge Quiz : বর্তমানে যেকোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর খুবই প্রয়োজন যা কারোরই অজানা নয়। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং আরো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যেগুলি নোট করে রাখতে পারেন।

১) প্রশ্নঃ ভারতের জাতীয় বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ সরাসরি ভাবে কাকে হস্তান্তর করা হয়েছে?
উত্তরঃ টাটা গ্রুপকে (Tata Group)।

২) প্রশ্নঃ জানেন এশিয়ার দীর্ঘতম নদীটির নাম কী?
উত্তরঃ চীনের ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী।

৩) প্রশ্নঃ কোন দেশ থেকে ভারত সর্বাধিক পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে?
উত্তরঃ ইরাক (Iraq)।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের হাতি মারলে সরাসরি মৃত্যুদণ্ড দেয়া হয়?
উত্তরঃ শ্রীলঙ্কা দেশে হাতি মারলে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

৫) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে পাখিরা আত্মহত্যা করতে আসে?
উত্তরঃ আসামের জাতিঙ্গা (Jatinga) গ্রামে।

Image

৬) প্রশ্নঃ জানেন কলকাতা ভারতের কত বছর রাজধানী ছিল?
উত্তরঃ কলকাতা প্রায় ১৪০ বছর ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। (১৭৭২ থেকে ১৯১১ সাল পর্যন্ত)।

৭) প্রশ্নঃ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে?
উত্তরঃ ২৫ বছর।

৮) প্রশ্নঃ একটা বছরে মোট কতগুলো রবিবার থাকে?
উত্তরঃ ৫২টি রবিবার। (উত্তরটি সহজ হলেও অনেক বলতে পারেনা।)

৯) প্রশ্নঃ মোবাইল ফোনে ইমেইলের সুবিধা দিয়েছিল প্রথম কোন কোম্পানি?
উত্তরঃ ব্ল্যাকবেরি (Blackberry) প্রথম ফোন যারা মোবাইলে ইমেইলের সুবিধা দিয়েছিল।

১০) প্রশ্নঃ কোন প্রাণী বিলুপ্ত হলে মানুষও বিলুপ্ত হয়ে যাবে?
উত্তরঃ বিজ্ঞানী আইনস্টাইনের (Einstein) মতে, পৃথিবী থেকে যদি সমস্ত মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তার ৪ বছরের মধ্যে মানুষও বিলুপ্ত হয়ে যাবে। মৌমাছির পরাগায়ন ছাড়া সমস্ত প্রাণীজগতই উদ্ভিদের উপর নির্ভরশীল তাই শৃঙ্খলাহীন জাতিগত কারণে মানুষ সহ সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে যাবে।