GK প্রশ্ন: পশ্চিমবঙ্গের আগের কী নাম ছিল? ৯৯% মানুষ উত্তর দিতে ব্যর্থ হয়েছেন

জানেন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী?

General Knowledge Quiz: যেকোনো চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ইন্টারভিউগুলিতে বেশিরভাগ সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্ন করা হয়। এটি এমন একটি বিষয় যা মুখস্ত করার প্রয়োজন হয় না এবং মানুষ পড়তে ও জানতেও ভালোবাসে। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার নলেজ বাড়াতে সাহায্য করবে।

১) প্রশ্ন: কোন পাখি তার বাচ্চাদের দুধ খাওয়ায়?
ক) পায়রা
খ) কোকিল
গ) পেঁচা
ঘ) বাদুর
উত্তর: ঘ) বাদুর (Bat)
— বাদুর স্তন্যপায়ী প্রাণী, এরা ডিম দেয় না, এদের সরাসরি সন্তান জন্ম নেয় এবং বাচ্চাদের বুকের দুধ খাওয়ায়। তাই এরা পাখিদের শ্রেণীতে বিবেচিত হয় না।

২) প্রশ্ন: ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
ক) কেরালা
খ) মণিপুর
গ) মধ্যপ্রদেশ
ঘ) গুজরাট
উত্তর: খ) মণিপুর (Manipur)
— কেইবুল লামজাও জাতীয় উদ্যানটি মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় অবস্থিত। উদ্ভিদ, মাটি এবং পচনশীল জৈব পদার্থ একত্রিত হয়ে তৈরি হয় এই উদ্যান। ১৯৭৭ সালে এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছিল।

Image

৩) প্রশ্ন: প্লাস্টিক (Plastic) মাটির সাথে মিশে যেতে কত বছর লাগে?
ক) ৪৫০ বছর
খ) ৮০০ বছর
গ) ২০০ বছর
ঘ) ১৫০ বছর
উত্তর: ক) ৪৫০ বছর
— চা, কফি, জুস কিংবা কোমল পানীয়ের জন্য যেসব প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়, সেগুলো ৫০ বছর পর্যন্ত টিকে থাকে। আর ডায়াপার ও প্লাস্টিক বোতল টিকে থাকে ৪৫০ বছর পর্যন্ত।

৪) প্রশ্ন: সাদা রঙের হাতি কোন দেশে পাওয়া যায়?
ক) কেনিয়া
খ) নেদারল্যান্ড
গ) থাইল্যান্ড
ঘ) ফ্রান্স
উত্তর: গ) থাইল্যান্ড (Thailand)
— সাদা হাতি খুবই বিরল একটা প্রাণী। এটি থাইল্যান্ডে পাওয়া যায়, সেটাও অনেক কম। এই কারনে থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। আগে সাদা হাতিকে ভাগ্যের প্রতীক মনে করা হত।

Image

৫) প্রশ্ন: পশ্চিমবঙ্গের নাম আগে কী ছিল?
ক) কলিঙ্গ
খ) পাটালিপুত্র
গ) বঙ্গ
ঘ) ইন্দ্রপ্রস্থ
উত্তর: গ) বঙ্গ (Banga)
— মহাভারত, পুরাণ অনুযায়ী প্রাচীন কালে একজন রাজা ছিলেন যার নাম বলী রাজা। বলি রাজার ছিল ৫ সন্তান। এদের নাম ছিল – অঙ্গ, বঙ্গ,কলিঙ্গ, পুন্ড্র ও সূক্ষ্ম। বলি রাজা তার পাঁচ পুত্রকে পাঁচটি রাজ্যের রাজা করেন। বঙ্গ নামের পুত্রটি পায় এই অঞ্চল এবং তার নামেই রাজ্যের নাম হয় বঙ্গ।