অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম ভারতীয় একাদশ দল কেমন ছিল

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর মহেন্দ্র সিং ধোনি ২০০৭ সালে অধিনায়ক হওয়ার সুযোগ পান। প্রথমবারের মতো ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে।

ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়রা এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন কারণ এই ফর্ম্যাটটি সম্পর্কে কারও ধারণা ছিল না। তাই একজন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যানকে অধিনায়ক হিসাবে বাছা হয়েছিল।

MS Dhoni evokes nostalgia, reveals special tactic used in bowl-out against Pakistan in 2007 World T20 | Cricket - Hindustan Times

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের সূচনা হয় স্কটল্যান্ড এর বিপক্ষে। টস হয়েছিল তবে একটিও বল গড়ায়নি বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হয়। এর পরের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয় ভারতীয় দল এবং শেষ পর্যন্ত ম্যাচটি টাই হয়। 

India vs Pakistan 2007 T20 World Cup Group Stage

পাকিস্তান টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এরপর ওপেনার বীরেন্দ্র শেহবাগ ও গৌতম গম্ভীর ব্যাট করতে আসেন। তবে শুরুতেই মোহাম্মদ আসিফের বলে খাতা না খুলেই গম্ভীর প্যাভিলিয়নে ফিরে যান। ৩৬ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারতীয় দল।

রবিন উথাপ্পার ৫০ রানের ইনিংসটি দলের ভারসাম্য রক্ষা করে। এরপর মহেন্দ্র সিং ধোনি (৩৩) ও ইরফান পাঠানের (২০) দৌলতে ভারতীয় দল ১৪১ রান তোলে। এরপর পাকিস্থান শুরুটা ভালো করলেও শেষটা একেবারেই ভালো হয়নি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মিসবাহ-উল-হক (৫৩)। নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান তুলে ম্যাচটি ড্র হয়ে যায়।  

On this day: India 'bowl out' Pakistan in 2007 World T20 - 100MB

সেই সময় সুপার ওভার না থাকায়, টাইব্রেকার নিয়ম চালু ছিল এবং ভারতীয় দল জয়লাভ করে। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ।

👉এবার দেখে নিন অধিনায়ক ধোনির নেতৃত্বে প্রথম ভারতীয় একাদশ:-

গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহবাগ, রবিন উথাপ্পা, যুবরাজ সিং, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ইরফান পাঠান, হরভজন সিং, অজিত আগারকার, এস শ্রীশান্ত এবং আরপি সিং।