বুদ্ধির খেলা: ৩টি সাংকেতিক চিহ্ন দেখে বলতে পারবেন এই মেয়েটির নাম কী হবে?

কেবল জিনিয়াসরাই এই মেয়েটির নাম বলতে সক্ষম হবেন!

Brain Teaser: অতীত কাল থেকে মানুষের আজও ধাঁধার সমাধান করার প্রতি এতটুকু আগ্রহ কমেনি। কিন্তু এখন সবই স্মার্টফোনের মধ্যেই সীমাবদ্ধ। যাইহোক, ইন্টারনেটে আজকাল চোখ রাখলেই বিভিন্ন ধরনের ধাঁধার ছবিগুলি চোখে পড়ে। কখনো লুকিয়ে থাকা বস্তুটি বের করতে হয় আবার কখনো সাংকেতিক চিহ্ন দেখে নামটি শনাক্ত করতে হয়।

এই প্রতিবেদনে তেমনই একটি মস্তিষ্কের ধাঁধা আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। দাবি করা হচ্ছে, কেবল জিনিয়াসরাই এই ধরনের চ্যালেঞ্জগুলি সহজেই সমাধান করতে সক্ষম হবেন। এছাড়া অনেকেই তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেন। সুতরাং এই ক্ষেত্রে অনেকের নিজের বুদ্ধি যাচাই করে নেওয়ার একটি সহজ উপায়ও।

ছবিতে দেখতে পাচ্ছেন একটি মেয়ের পাশে তিনটি সাংকেতিক চিহ্ন রয়েছে একটি ফোনের ডায়ালার, টুপি ও পায়ের হাঁটু। এবার আপনাকে এই সাংকেতিক চিহ্ন গুলি দ্বারা বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম কি হতে পারে। ইতিমধ্যেই আপনি যদি এই চ্যালেঞ্জটি পূরণ করতে সক্ষম হন, আপনার বুদ্ধির প্রশংসা করতেই হয়।

তবে এখনো যারা এই ধাঁধাটির সমাধান করতে ব্যর্থ হয়েছেন, তাদের চিন্তা করার কিছু নেই। বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছবিটিকে মনোযোগ সহকারে দেখুন, মেয়েটির পাশে রয়েছে কল, টুপির গায়ে লেখা রয়েছে LA (লা), আর হাঁটুর ইংরেজির অর্থ ‘Knee’ (নী)। সুতরাং এই সাংকেতিক চিহ্নগুলি মিলিয়ে হয় কল+লা+নী= কল্যাণী। অর্থাৎ মেয়েটির নাম হবে ‘কল্যাণী’।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মস্তিষ্কের ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। ফলে, যেকোন কঠিন সিদ্ধান্ত আপনি সহজেই নিতে পারবেন। এছাড়া এগুলি মস্তিষ্কের সংযোগকারী কোষগুলিকে উদ্দীপ্ত করে তোলে এবং মস্তিষ্কের সুস্থতাও প্রদান করে।