চোখের ধাঁধা: যাদের দৃষ্টিশক্তি প্রখর, তারাই এই দুই ছবিতে ৩টি পার্থক্য খুঁজে পাবেন

ছবি দুটিতে ৩টি পার্থক্য রয়েছে, খুঁজে পেলে আপনার দৃষ্টিশক্তি খুবই প্রখর!

Optical Illusion: দুটি ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করা ধাঁধাগুলি আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও প্রথম দর্শনে ছবি দুটির মধ্যে কোন ফারাক বুঝতে পারবেন না। তাই এর মধ্যে পার্থক্য দুটি খুঁজে বের করা বেশ কিছু সময় লাগতে পারে। আর যাদের দৃষ্টিশক্তি খুবই ভালো, তারা সহজেই খুঁজে পাবেন। এছাড়া আইকিউ লেভেল বোঝার একটি দুর্দান্ত উপায়ও।

এই প্রতিবেদনে তেমনি একটি অপটিক্যাল ইলিউশনের ছবি নিয়ে আসা হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনি একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি কার্টুন আকারের। যেখানে একটি গোলাপী রঙের পাখিকে দিঘির পাড়ে দেখা যাচ্ছে। দীঘির জল নীল। চারিপাশটা সবুজে ঘেরা। দিঘির পারে কিছু টুকরো টুকরো ভাঙ্গা পাথর পড়ে রয়েছে।

বলা হয়েছে যাদের দৃষ্টিশক্তি খুবই ভালো কেবল তারাই এই ছবি দুটির মধ্যে তিনটি পার্থক্য খুঁজে পেতে পারেন। আর এর জন্য আপনার হাতে রয়েছে মাত্র ২০ সেকেন্ড! তাই অবশ্যই উপর দেওয়া ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন আর নিচে স্ক্রল করবেন না। উপরে ছবিটি সময় নিয়ে দেখুন এবং তিনটি পার্থক্য খুঁজে বের করুন।

আপনি যদি নির্ধারিত সময়ের আগেই সফল হন, তাহলে মানতেই হবে আপনার দৃষ্টিশক্তি অন্যদের তুলনায় অনেক বেশি ভালো এবং আপনাকে জিনিয়াস বললেও ভুল হবেনা। যারা দুটি ছবির পার্থক্য বের করতে পেরেছেন, তাদের অভিনন্দন। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অন্যান্যদের তুলনায় অনেকটাই শক্তিশালী।

আর যারা পার্থক্যগুলি খুঁজতে ব্যর্থ হয়েছেন, তাদেরও চিন্তার কিছু নেই, আমরা নিচে মার্ক করে বুঝিয়ে দিয়েছি।
প্রথম পার্থক্য: পাখির ঠোঁট
দ্বিতীয় পার্থক্য: পাখির পায়ের মাঝামাঝি অংশ
তৃতীয় পার্থক্য: জলে থাকা উদ্ভিদ

Image

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অপটিক্যাল ইলিউশনের সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। ফলে যেকোন সিদ্ধান্তকেই সহজে নিতে পারবেন এবং এর পাশাপাশি আপনার মস্তিষ্কের সংযোগকারী কোষগুলিও সক্রিয় হয়ে উঠবে। এছাড়া মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।