বলুন তো মহিলারা কোন জিনিসটি স্বামীর বন্ধুকে দেয় কিন্তু নিজের স্বামীকে দেয় না?

কী সেই জিনিস মহিলারা স্বামীর বন্ধুকে দেয়, কিন্তু স্বামীকে দেয় না?

Interview Questions: ইন্টারভিউতে উদ্ভট প্রশ্নগুলি সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভাইরাল হয়। তবে এই ডবল মিনিং প্রশ্নগুলোর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে, যা ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও উত্তর দিতে পারবেন। এছাড়াও বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে, যা এবার উত্তর সহ দেখে নিন।

১) প্রশ্নঃ কোন প্রাণীটি তার মৃত্যুর আগে থেকেই জেনে যায়?
উত্তরঃ কাঁকড়া বিছা।

২) প্রশ্নঃ কোন দেশ প্রথম জলে চলমান জাহাজ তৈরি করে?
উত্তরঃ ব্রিটেন সর্বপ্রথম জলের উপর চলমান জাহাজ তৈরি করেছিল।

৩) প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতি ভবনে কয়টি কক্ষ আছে?
উত্তরঃ ৩৪০টি।

৪) প্রশ্নঃ জানেন কোন দেশে রবিবারে ছুটি নেই?
উত্তরঃ ইয়েমেন (মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র)।

৫) প্রশ্নঃ কলা কোন দেশের জাতীয় ফল?
উত্তরঃ কম্বোডিয়ার জাতীয় ফল কলা।

৬) প্রশ্নঃ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU) কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ মদন মোহন মালব্য।

Image

৭) প্রশ্নঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
উত্তরঃ শেরশাহ সুরি।

৮) প্রশ্নঃ চক্ষুদানের চোখের কোন অংশ দান করা হয়?
উত্তরঃ চোখের কর্নিয়া।

৯) প্রশ্নঃ ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ড।

১০) প্রশ্নঃ কোন প্রাণীটিকে আজ পর্যন্ত গৃহপালিত হিসেবে পালন করা যায়নি?
উত্তরঃ নেকড়ে।

১১) প্রশ্নঃ ‘মারো ফিরিঙ্গি কো’ এই বিখ্যাত স্লোগানটি কে দিয়েছিলেন?
উত্তরঃ মঙ্গল পান্ডে।

১২) প্রশ্নঃ বলুনতো ভারতের কোন নদীটি বিপরীতমুখী প্রবাহিত হয়?
উত্তরঃ নর্মদা নদী।

১৩) প্রশ্নঃ ভারতের কোন গাছের নিরাপত্তায় ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন করা হয়েছে?
উত্তরঃ এই গাছটি মধ্যপ্রদেশের রাইসনের সাঁচির স্তূপের কাছে। গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়। ২০১২ সালের শ্রীলংকার তৎকালীন রাষ্ট্রপতি শিবরাজ সিংহের উপস্থিতিতে সাঁচির বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপন করেছিলেন।

১৪) প্রশ্নঃ ভারতীয় জনতা পার্টি (BJP) কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯৮০ সালে ৬ই এপ্রিল।

১৫) প্রশ্নঃ মহিলারা কোন জিনিসটি স্বামীর বন্ধুকে দেয় কিন্তু নিজের স্বামীকে দেয় না?
উত্তরঃ ঘোমটা দেওয়া (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়)।