চায়ের সাথে কী খেলে একজন ব্যক্তির তাৎক্ষণিক মৃত্যু হতে পারে?

মৃত্যু ঘনিয়ে আসতে পারে চায়ের সাথে কী খেলে?

General Knowledge Quiz : আজকাল লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয় এবং বর্তমান সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে এই ধরনের প্রশ্নগুলির উত্তর জেনে রাখা খুবই প্রয়োজন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি।

১) প্রশ্নঃ বলুন তো কোন প্রাণী তার সবকিছুরই স্বাদ নিতে পা ব্যবহার করে?
উত্তরঃ আসলে প্রজাপতি তার পায়ের সাহায্যে স্বাদ গ্রহণ করে।

২) প্রশ্নঃ ভারতীয় মহাকাশ গবেষণা ইসরো-র যে স্টেশনটি আন্টার্টিকাতে অবস্থিত তার নাম কি জানেন?
উত্তরঃ আন্টার্টিকা গ্রাউন্ড ফর দা আর অবজারভেশন স্যাটেলাইট (Antarctica Ground Station for Earth Observation Satellites)।

৩) প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ জর্ড ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্টের প্রথম রাষ্ট্রপতি।

৪) প্রশ্নঃ কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে?
উত্তরঃ প্লোভার নামক একটি পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয়, তাই কুমির এই পাখিটিকে খায় না।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন প্রাণীটি তার মৃত্যুর আগে থেকেই জানতে পারে?
উত্তরঃ আসলে কাঁকড়াবিছা আগে থেকেই তার মৃত্যুর আভাস পেতে শুরু করে।

৬) প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহটিকে ‘রেড প্লানেট’ বলা হয়?
উত্তরঃ আসলে সৌরজগতের মঙ্গল গ্রহকে ‘লাল গ্রহ বা রেড প্ল্যানেট’ বলা হয়।

৭) প্রশ্নঃ জানেন কোন পাশে ঘুমালে হজম শক্তির উন্নত হয়?
উত্তরঃ আসলে, বাম পাশে কাত হয়ে ঘুমালে হজম শক্তির উন্নতি হয়।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের রাস্তার রং নীল?
উত্তরঃ আসলে কাতারের বেশ কিছু শহরের রাস্তার রঙ নীল করা হয়েছে।

৯) প্রশ্নঃ লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মটিতে যে রহস্যময় মহিলাকে দেখা যায়, তার নাম কী?
উত্তরঃ মোনালিসা।

Image

১০) প্রশ্নঃ চায়ের সাথে কী খেলে একজন ব্যক্তির তাৎক্ষণিক মৃত্যু হতে পারে?
উত্তরঃ সাধারণত, চা পান করার পর হলুদ খেলে মানুষের তাৎক্ষণিক মৃত্যু হতে পারে।