সাধারণ জ্ঞান প্রশ্ন: পশ্চিমবঙ্গে বাস করেন, কিন্তু জানেন এই রাজ্যের জাতীয় গাছ কী?

আপনি কি জানেন পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কী?

General Knowledge Quiz: আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা সকলেরই জানা। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা আপনার জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ গান্ধীজীর আগে ভারতীয় নোটে কার ছবি ছিল?
উত্তরঃ অশোক স্তম্ভ।

২) প্রশ্নঃ কোন প্রাণী তিন বছর ঘুমিয়ে থাকতে পারে?
উত্তরঃ শামুকের কোনো কোনো প্রজাতি একটানা ৩ বছর পর্যন্ত ঘুমতে পারে।

৩) প্রশ্নঃ কোন নদীর জল সবসময় ফুটতে থাকে?
উত্তরঃ শানে-টিম্পিশকা নামে আমাজন নদীর একটি উপনদী, যাকে বিশ্বের একমাত্র ফুটন্ত নদী বলা হয়।

৪) প্রশ্নঃ কোন ভারতীয় ব্যাঙ্কের সর্বাধিক সংখ্যক শাখা রয়েছে?
উত্তরঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

৫) প্রশ্নঃ মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে ছিলেন?
উত্তরঃ রাকেশ শর্মা।

৬) প্রশ্নঃ মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায়?
উত্তরঃ লোহা।

৭) প্রশ্নঃ ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তরঃ ফুটবল খেলা।

৮) প্রশ্নঃ সৌরজগতের বয়স কত?
উত্তরঃ ৪.৬ বিলিয়ন বছর।

৯) প্রশ্নঃ কোন প্রাণীর হৃৎপিণ্ড একটি গাড়ির মতো বড়?
উত্তরঃ নীল তিমি।

১০) প্রশ্নঃ মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি?
উত্তরঃ ডলফিন।

১১) প্রশ্নঃ কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
উত্তরঃ ৮ই মার্চ।

১২) প্রশ্নঃ নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ জ্যাভলিন থ্রো। তিনিই প্রথম এশিয়ান অ্যাথলেট যিনি পুরুষদের জ্যাভলিন থ্রোতে অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন।

১৩) প্রশ্নঃ ভারতের কোথায় সর্বাধিক সংবাদপত্র প্রকাশিত হয়?
উত্তরঃ উত্তর প্রদেশ।

১৪) প্রশ্নঃ কাকে ভারতের ‘সুইজারল্যান্ড’ বলা হয়?
উত্তরঃ কাশ্মীরকে।

১৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে বাস করেন, কিন্তু জানেন এই রাজ্যের জাতীয় গাছ কী?
উত্তরঃ ছাতিম গাছ (Blackboard tree)।