বচ্চন পরিবারে বধূ হওয়ার জন্য কোন শর্ত মানতে পারেননি করিশমা কাপুর

করিশমা কাপুর এই শর্ত মানলে আজ তিনি বচ্চন পরিবারের বধূ হতেন

করিশ্মা কপূরের (Karisma Kapoor) সঙ্গে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-র সম্পর্কের বিষয়ে অনেকেই জানেন। তাদের দুজনের বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল। বলিউডের এই দুই বড় পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক যখন নিশ্চিত, তখন হঠাৎই ভেঙে যায় তাদের বিয়ে। জানেন কী কারনে ভেঙেছিল এই তারকা জুটির বিয়ে? যেখানে বাগদান পর্যন্ত হয়ে গিয়েছিল।

১৯৯৭ সালে রাজ কপূরের নাতি নিখিল নন্দার সঙ্গে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার বিয়ের অনুষ্ঠানে কাছাকাছি আসেন অভিষেক বচ্চন ও করিশ্মা কপূর। তাঁদের সম্পর্কের পাঁচ বছরের মাথায় অমিতাভের ৬০-তম জন্মদিনে অভিষেক ও করিশ্মার বাগদানের কথা ঘোষণা হয়।

সারা দেশের মানুষ যখন ধরে নিয়েছিল যে, ফের বচ্চন ও কপূর পরিবারে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে। এ বিষয়ে করিশ্মা বলেছিলেন, ‘এই পরিবারের একটি অংশ হতে পেরে অপূর্ব লাগছে।’ ঠিক তখনই বাধে বিপত্তি এক রকম আচমকাই দুই পরিবারের মধ্য দূরত্ব বাড়ে। যার দরুন করিশ্মা সঙ্গে অভিষেকের বিয়ে ভেঙে যায়।

Image

যদিও এ বিষয় নিয়ে দুই পরিবারের কেউ মুখ না খুললেও, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কারিশমা কাপুরের মা বচ্চন পরিবারের সামনে কিছু শর্ত রেখেছিলেন। এর মধ্যে একটি শর্ত ছিল বচ্চন পরিবারকে বিয়ের আগে অভিষেক বচ্চনের নামে কিছু সম্পত্তি হস্তান্তর করতে হবে। ববিতার এই শর্তে বচ্চন পরিবার আপত্তি জানিয়েছিল, বলা হয় যে এটি একটি সম্ভাব্য কারণ।

Image

এদিকে ছেলের বিয়ের আগে জয়া বচ্চনও একটি শর্ত রেখেছিলেন কাপুর পরিবারের কাছে। সেটি ছিল, বিয়ের পর কারিশমা আর ছবিতে কাজ করবেন না। সূত্র মারফত জানা যায়, এই শর্ত কারিশমার কাছে গ্রহণযোগ্য ছিল না। একারণেই তাদের বিয়ে ভাঙার মূল কারন ছিল। যদিও পরবর্তীতে করিশ্মা সঞ্জয় কাপুরকে এবং অভিষেক ঐশ্বর্য রাইকে বিবাহ করেন।