ভারতের জাতীয় পশু বাঘ, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী জানেন? ৯৫% মানুষের অজানা

জানেন পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী?

Interview Questions: যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিভিন্ন ধরনের ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের পাশাপাশি বর্তমান ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলির সম্পর্কে জানা খুবই প্রয়োজন। দেশের সফল ছাত্রছাত্রীরা যেকোন বড় প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এবার তা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ হীরে বা সোনার ভর মাপতে কী ব্যবহৃত হয়?
উত্তরঃ ক্যারেট (Carat)।

২) প্রশ্নঃ ভারতের খনিজ তেল (mineral oil) সবচেয়ে বেশি উত্তোলন হয় কোন রাজ্যে?
উত্তরঃ গুজরাট।

৩) প্রশ্নঃ নারী আন্দোলনের অগ্রদূত কাকে বলা হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে (Iswarchandra Vidyasagar)।

৪) প্রশ্নঃ কাকোরি ষড়যন্ত্র (Kakori Conspiracy) মামলা কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৯২৫ সালে।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ সরদার বল্লভ ভাই প্যাটেল (Sardar Vallabh Bhai Patel)।

৬) প্রশ্নঃ কোন ধাতুকে আঘাত করলেও শব্দ হয় না?
উত্তরঃ অ্যান্টিমনি (antimony)।

৭) প্রশ্নঃ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিনটিকে কোন দিবস হিসেবে পালন করা হয়?
উত্তরঃ যুব দিবস (১২ই জানুয়ারি)।

৮) প্রশ্নঃ রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থ লেখার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ গীতাঞ্জলি (Gitanjali)।

৯) প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ কে করান?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি (President of India)।

১০) প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তরঃ আয়োনোস্ফিয়ার (ionosphere)।

১১) প্রশ্নঃ ‘আমফান’ (Amphan) ঝড়ের নামটি কোন দেশের দেওয়া?
উত্তরঃ থাইল্যান্ড।

১২ ) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু (longest bridge) কোনটি?
উত্তরঃ জয়ী সেতু । এটি কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করছে।

Image

১৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় ডেনমার্কের উপনিবেশ ছিল?
উত্তরঃ শ্রীরামপুর, হুগলি।

১৪) প্রশ্নঃ বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়?
উত্তরঃ রাজা রামমোহন রায় (Raja Rammohan Roy)।

১৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী?
উত্তরঃ মেছো বিড়াল (Fishing cat)।

Image