অমিতাভের একটি কথা শেষ করে দেয় ‘শক্তিমান’ এর ক্যারিয়ার, ট্যাগ পান ফ্লপ অভিনেতার

মুকেশ এর ক্যারিয়ার কিভাবে নষ্ট গিয়েছিল অমিতাভের কথায়

দীর্ঘ ৭ বছর ধরে টেলিভিশনে শক্তিমান (Shaktiman) চরিত্রে অভিনয় করেছেন মুকেশ খান্না (Mukesh Khanna)। যার দরুন ৯০ এর দশকের শিশুদের কাছে হয়ে উঠেছিলেন একজন সুপারহিরো। ছোট পর্দায় তিনি জনপ্রিয়তার শিখরে উঠলেও, বলিউডে প্রবেশ করতেই তার ক্যারিয়ার গ্রাফ নিম্নগামী হতে শুরু করে। কারণ এর পেছনে ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে কেমন করে! তিনি কী বা বলছিলেন যার দরুন মুকেশ খান্নার ক্যারিয়ার ডুবে যায়?

হিন্দি টেলিভিশন মাধ্যমে প্রবল জনপ্রিয়তা পাওয়ার পরে মুকেশ খান্না বলিউডেও নিজের ভাগ্য পরীক্ষা করতে গিয়েই বাঁধে বিপত্তি। তার নামের সঙ্গে জুড়ে যায় ফ্লপ অভিনেতার ট্যাগ। পুরো দেশজুড়েই তখন তার বিরাট খ্যাতি ছিল ‘শক্তিমান’ টেলিভিশন সিরিজের জন্য। কিন্তু বলিউড সুপারস্টার বিগ-বি এর বলা একটি মাত্র কথার কারণে মুকেশের ক্যারিয়ার ডুবে যায়।

শুধু শক্তিমান নয়, দূরদর্শন চ্যানলেই প্রচারিত ‘মহাভারত’ ধারাবাহিকে অভিনয় করেও মুকেশ তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। একের পর এক সিরিজে এত সফলতা অর্জন করার পর, তিনি বলিউড হিরো হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন তিনি। প্রথম ছবির পর তিনি বলিউডেও বেশ সমাদর পেতে শুরু করেন। 

বলিউড ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার যখন দুরন্ত বেগে ছুটছে তখনই একটি বিজ্ঞাপনের জন্য ঘোর বিতর্কের মুখে পড়তে হয়। মুকেশ খান্না তার একটি সাক্ষাৎকারে বলতে শোনা যায়, অধিক জনপ্রিয়তার কারণে তখন বিজ্ঞাপনে তার চাহিদা তুঙ্গে থাকত।

মুকেশ খান্নার একটি বিজ্ঞাপন ছিল যেখানে তিনি সিঁড়ি দিয়ে নামছেন আর মেয়েরা তাকে ঘিরে ধরছে। একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় পর্দার ‘শক্তিমান’ বলেন একটি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে তার এই বিজ্ঞাপন দেখেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, “শালা… কপি করতা হ্যায়” (আমাকে নকল করছে)! 

সেই সময় অমিতাভ বচ্চন বলিউডের একজন সুপারস্টার। একজন অভিনেতা আরেক অভিনেতার প্রতি বিগ-বির এমন মন্তব্যের জেরে মুকেশের ক্যরিয়ারে গভীর প্রভাব পড়ে। এটা নিয়ে কম জল ঘোলা হয়নি তখন। এরপর মুকেশ যে চারটি ছবিতে অভিনয় করেন সেগুলো সব ফ্লপ হয়। মুকেশের মতানুসারে, অমিতাভের মুখে উচ্চারিত এই তিনটি শব্দ ‘কপি অভিনেতা’ তার ক্যারিয়ার একেবারেই শেষ হয়ে যায়।