এমন কোন জিনিস যা সকালবেলায় খেতে পারবেন না? ৯৯% উত্তর দিতে ব্যর্থ!

Interview Questions: চাকরির জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সফল পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এই সময় ইন্টারভিউ যারা নেন, তারা সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন পাঠ্য বিষয়সহ মানুষের জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন করে থাকেন। আবার কখনো কখনো ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা তারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। বিগত কিছু পরীক্ষার ইন্টারভিউতে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল এবার তা উত্তরসহ দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: মানুষের মৃত্যুর কতক্ষণ পর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়?
উত্তর: মৃত্যুর ১০ মিনিট পর মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়।

২) প্রশ্ন: কোন দেশে ট্রেনে চাকরি করে পুলিশের পরিবর্তে রোবট?
উত্তর: জাপান।

৩) প্রশ্ন: দক্ষিণ এশিয়ার কোন দেশে মাথাপিছু আয় সবচেয়ে বেশি?
উত্তর: মালদ্বীপ।

৪) প্রশ্ন: গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
উত্তর: যুক্তরাজ্য।

৫) প্রশ্ন: বৈদ্যুতিক পাখা কে আবিষ্কার করেন?
উত্তর: এসএস হুইলার।

Image

৬) প্রশ্ন: বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন বি।

৭) প্রশ্ন: এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
উত্তর: নেপাল।

৮) প্রশ্ন: সংকর ধাতু পিতলের উপাদান গুলি কি কি?
উত্তর: তামা ও দস্তা।

৯) প্রশ্ন: জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?
উত্তর: এডিস মশা।

১০) প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর: বুধ।

১১) প্রশ্ন: কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ বলা হয়?
উত্তর: ইন্দোনেশিয়া।

১২) প্রশ্ন: কোন ধাতুটি সর্বাপেক্ষা হালকা?
উত্তর: লিথিয়াম।

Image

১৩) প্রশ্ন: এমন কোন জিনিস যা সকালবেলায় খেতে পারবেন না?
উত্তর: লাঞ্চ বা ডিনার।

১৪) প্রশ্ন: গ্রীষ্মকালে কালো পোশাক পরিধান করা উচিত নয় কেন?
উত্তর: কালো কাপড় শরীরের তাপকে বাহিরে যেতে দেয় না।

১৫) প্রশ্ন: এখনো পর্যন্ত আপনি আপনার শরীর থেকে কোন জিনিসটা বেশি বার করেছেন?
উত্তর: বাতাস। (শ্বাসকার্য চালানোর মাধ্যমে)।