সাধারণ জ্ঞান : বলুন তো রসগোল্লাকে ইংরেজিতে কী বলে? ৯৯% মানুষ ডাহা ফেল!

রসগোল্লার ইংরেজি অর্থ কী হবে?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই। যেকোনো অর্থবোধক বিষয় বস্তু থেকে প্রশ্ন করা যায়, আর তাই হলো সাধারণ জ্ঞান। আজকাল ছাত্র-ছাত্রীরাও সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জানতে খুবই আগ্রহ দেখায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ পৃথিবীর কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে?
উত্তরঃ আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি ৫৪টি দেশ রয়েছে। যেখানে এশিয়ায় ৪৮টি দেশ।

২) প্রশ্নঃ কোন রেখাটি ভারতের মাঝখান দিয়ে গেছে?
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর ৮টি রাজ্যের উপর দিয়ে গেছে।

৩) প্রশ্নঃ দুধের ঘনত্ব পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ ল্যাকটোমিটার।

৪) প্রশ্নঃ কোন অঙ্গ শরীরে ব্লাড ব্যাংক হিসাবে কাজ করে?
উত্তরঃ প্লীহা।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম সিনেমা হল কোনটি?
উত্তরঃ এলফিনস্টোন পিকচার প্যালেস, কলকাতা।

৬) প্রশ্নঃ কার্বন ডাই অক্সাইড, মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড কোন ধরনের দূষণ হয়?
উত্তরঃ বায়ু দূষণ।

৭) প্রশ্নঃ বায়ুমন্ডলে উপস্থিত ওজোন স্তর কোন রশ্মির প্রভাব থেকে আমাদের রক্ষা করে?
উত্তরঃ অতিবেগুনি রশ্মি।

৮) প্রশ্নঃ বিশ্বের প্রথম কোন শহরের নাম বল যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল?
উত্তরঃ জাপানের হিরোশিমা শহরে।

৯) প্রশ্নঃ ভারতের ‘শেক্সপিয়ার’ কাকে বলা হয়?
উত্তরঃ কালিদাস।

১০) প্রশ্নঃ বলুন তো রসগোল্লাকে (Rasgolla) ইংরেজিতে কী বলে?
উত্তরঃ ইংরেজিতে রসগোল্লাকে ‘সিরাপ ফিল্ড রোল’ (Syrup Filled Roll) বলা হয়।