GK ক্যুইজ : পৃথিবী গ্রহের নামকরণ কে করেছে জানেন?

পৃথিবীকে ইংরেজিতে কেন Earth বলা হয়ে থাকে?

General Knowledge Quiz : যেকোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং আরো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সম্পর্কিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা নিম্নে আলোচনা করা হলো।

১) প্রশ্নঃ শুক্রবার নামটি কার নামে রাখা হয়েছে জানেন?  
উত্তরঃ অসুর দেব গুরু ও রক্ষক শুক্রাচার্যের নামে রাখা হয় শুক্রবার এবং শুক্র গ্রহের দিন হিসেবে এই দিনটির নাম হয় শুক্রবার।

২) প্রশ্নঃ ইউক্রেনে যুদ্ধ চলাকালীন ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালিয়েছিল ভারত সরকার তার নাম কী? 
উত্তরঃ অপারেশন গঙ্গা (Operation Ganga)।

৩) প্রশ্নঃ কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন (Indian Citizenship Act) পাস হয়? 
উত্তরঃ ১৯৫৫ সালে।

৪) প্রশ্নঃ কোন ক্ষেত্রটি থেকে ভারত সর্বাপেক্ষা বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? 
উত্তরঃ চা।

৫) প্রশ্নঃ রামপ্রসাদ বিসমিলের (Ramprasad Bismil) নাম কোন মামলার সাথে যুক্ত? 
উত্তরঃ কাকোরি ষড়যন্ত্র মামলা (Kakori Conspiracy Case)।

৬) প্রশ্নঃ ইংরেজ সরকার প্রদত্ত কোন উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন? 
উত্তরঃ কাইজার-ই-হিন্দ (Kaisar-i-Hind)

৭) প্রশ্নঃ পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? 
উত্তরঃ নীলগিরি পর্বতে।

৮) প্রশ্নঃ সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? 
উত্তরঃ ৩৫৬ ধারা।

৯) প্রশ্নঃ ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে? 
উত্তরঃ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (The Comptroller and Auditor General)।

১০) প্রশ্নঃ পৃথিবী গ্রহের নামকরণ কে করেছে জানেন? 
উত্তরঃ পৃথিবীর ইংরেজি হচ্ছে Earth, তবে কে পৃথিবীর নাম রেখেছে, সেটা অজানা। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবী-ই একমাত্র নাম, যেটি কোনো গ্রিক বা রোমান দেব-দেবীর নাম অনুসারে রাখা হয়নি। Earth শব্দটি এসেছে ইংরেজি এবং জার্মান শব্দ ‘ertha’ এবং ‘erde’ থেকে, যার অর্থ ‘ভূমি’।