ক্যুইজ : এমন কোন খাবার যা আমরা পান করি ও খাই? ৯৯% উত্তর দিতে ব্যর্থ

আমরা পান করি ও খাই এমন কোন খাবারটি জানেন?

General Knowledge Quiz : শিক্ষার্থীদের বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হয় যখন তারা কোন ইন্টারভিউয়ারদের মুখোমুখি বসেন। এই সময় তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি জীবন সম্পর্কিত এমন অনেক তথ্য জিজ্ঞাসা করা হয় যা শুনে অনেকেই উত্তর না দিতে পেরে ব্যর্থ হন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ জানেন ভারতের কোন শহরটি ‘ব্লু সিটি বা নীল শহর’ নামে পরিচিত?
উত্তরঃ রাজস্থানের উদয়পুর (Udaipur) ‘ব্লু সিটি বা নীল শহর’ নামে পরিচিত।

২) প্রশ্নঃ ভারতের সবচেয়ে ছোটো নামের রেলওয়ে স্টেশনটির নাম কী জানেন?
উত্তরঃ ইব (IB) হল প্রতিবেশী রাজ্য ওড়িশার একটি রেলওয়ে স্টেশন।

৩) প্রশ্নঃ উল্কার আঘাতে ভারতের কোন হ্রদ সৃষ্টি হয়েছে?
উত্তরঃ প্রায় ৫০,০০০ বছর আগে উল্কাপিণ্ডের আঘাতের ফলে সৃষ্টি হয়েছিল মহারাষ্ট্রের লোনার হ্রদ (Lonar Lake)।

৪) প্রশ্নঃ বাংলা রাজা শশাঙ্ক (Shashanka) কোন ধর্মের প্রতি তীব্র বিরোধী ছিলেন?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম। শোনা যায়, শশাঙ্ক বৌদ্ধ ধর্মের প্রতি এতটাই বিরোধী ছিলেন যে গাছের তলায় বসে গৌতম বুদ্ধ বোধিলাভ করেন, সেই গাছটিকে কেটে ফেলেছিলেন তিনি।

৫) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? 
উত্তরঃ জিম করবেট জাতীয় উদ্যান (Jim Corbett National Park) ভারতের প্রথম জাতীয় উদ্যান (১৯৩৬ সাল)। এটি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত এবং জিম করবেটের নামানুসারে নামকরণ করা হয়েছিল, একজন প্রকৃতিবিদ।

৬) প্রশ্নঃ কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে ভাইসরয় পদে সৃষ্টি হয়েছিল?
উত্তরঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে।

৭) প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত ‘বন্দেমাতরম’ (Vandemataram) গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে ‘বন্দেমাতরম’ গানটি নেওয়া হয়েছে।

৮) প্রশ্নঃ জানেন কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী?
উত্তরঃ ফেনল হল কার্বল অ্যাসিডের রাসায়নিক নাম।

৯) প্রশ্নঃ মহাবলীপুরমের রথ মন্দির (Mahabalipuram) কোন রাজা প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ পল্লব রাজবংশের রাজা প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের রথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।

Image

১০) প্রশ্নঃ এমন কোন খাবার যা আমরা পান করি ও খাই?
উত্তরঃ নারকেল অথবা ডাব (ডাবের জল পান করা যায় আর নারকেল খাওয়া যায়)।