Black City : জানেন ভারতের কোন শহরটি ‘কালো শহর’ নামে পরিচিত?

‘কালো শহর’ বলা হয় ভারতের কোন শহরকে?

Black City : ভারতের বিভিন্ন শহরের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আমাদের অনেক প্রতিবেদনে ভারতের বিভিন্ন শহরের সম্পর্কে বলা হয়েছে। ভারতের কিছু শহর আবার ভিন্ন ভিন্ন রঙ দ্বারা পরিচিত পেয়েছে। কোন শহরটি গোলাপী, অথবা নীল আবার সাদা শহরও রয়েছে। যাইহোক, আপনি কি জানেন ভারতের কোন শহরকে কালো নগরী বা ব্ল্যাক সিটি বলা হয়?

Image

ভারতের অনন্য ঐতিহ্য, আকর্ষণীয় সংস্কৃতি, ভাষা এবং খাবারের জন্য পরিচিত। এর পাশাপাশি দেশের বিভিন্ন শহরের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই সকল শহরগুলি তাদের আসল নাম ছাড়াও ডাকনামেও বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছে। তবে আপনি যদি ভারতের কালো শহর সম্পর্কে না জানেন, তাহলে বিস্তারিতভাবে জেনে নিন।

Discussions Underway For Developing 130 Km Ring Road Connectivity Around  Kolkata And Howrah

আমরা অনেক প্রতিবেদনে ভারতের বিভিন্ন শহরকে তাদের রং অনুসারে বর্ণনা করেছি। যার মধ্যে রয়েছে পিঙ্ক সিটি, ব্লু সিটি এবং হোয়াইট সিটি ইত্যাদি। এইসব রঙ ছাড়াও, ভারতে একটি শহর রয়েছে যা ব্লাক সিটি নামে পরিচিত। শহরটি তার সমৃদ্ধ ইতিহাস এবং খাবারের পাশাপাশি অনন্য সংস্কৃতির জন্যও পরিচিত।

জানিয়ে রাখি, ভারতে যখন ব্রিটিশরা তাদের শাসন প্রতিষ্ঠা করেছিল তখন এই শহরের বিশেষ গুরুত্ব ছিল।এখন আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমরা কোন শহরের কথা বলছি! আসলে পশ্চিমবঙ্গের (West Bengal) রাজধানী অর্থাৎ কলকাতা (Kolkata) শহরটি ‘ব্ল্যাক সিটি’ নামেও পরিচিত। এখন নিশ্চয়ই ভাবছেন কলকাতাকে কেন ‘ব্ল্যাক সিটি’ বলা হয়!

Image

কলকাতাকে ব্ল্যাক সিটি বলার প্রথম কারণটি হলো, এখানে ব্রিটিশ (British) শাসন সম্পূর্ণ রূপে প্রতিষ্ঠিত হলে তারা এখানে একটি কারাগার তৈরি করেছিল যার নাম ছিল ব্ল্যাক হোল (Black hole)। এখানে মানুষকে বন্দী করে রাখা হতো ও শাস্তি দেওয়া হতো। আর দ্বিতীয় কারণটি হলো এই শহরে মা কালীর (Maa Kali) ব্যাপকভাবে পূজা হয়। এমন পরিস্থিতিতে এটি কালী নগর বা কালো শহর নামে পরিচিত হয়ে ওঠে।