সাংকেতিক চিহ্ন দুটি দেখে বলতে পারবেন ছবিতে থাকা এই বালকটির নাম কী হতে পারে?

কেবল বুদ্ধিমানেরাই বলতে সক্ষম হবেন এই বালকটির নাম কী হবে

IQ Test: সোশ্যাল মিডিয়ায় আজকাল বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার হতে দেখা যায়, এর মধ্যে ধাঁধার ছবিগুলি একটি অন্য মাত্রা পেয়েছে। অতীত কালের মত মানুষের আজও ধাঁধা নিয়ে চরম উন্মাদনা রয়েছে। এর মাধ্যমে আইকিউ লেভেল পরীক্ষা করারও একটি ভালো উপায়। যাইহোক এই প্রতিবেদনে তেমন একটি ধাঁধা নিয়ে আসা হয়েছে।

ছবিতে দেখতে পাচ্ছেন একটি বালকের পাশে দুটি সাংকেতিক চিহ্ন রয়েছে। একটি মুখ ও একটি চুলের — এবার এই দুটি সাংকেতিক চিহ্নকে মিলিয়ে বলতে হবে বালকটির নাম কী হতে পারে? যদিও অনেকেই এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন কিন্তু বেশিরভাগই বলতে ব্যর্থ হয়েছেন। কিন্তু আপনি যদি ইতিমধ্যেই বালকটির নাম অনুমান করতে পারেন, তাহলে আপনার মস্তিষ্ক অন্যান্যদের তুলনায় অনেক দ্রুত চলে।

দাবি করা হয়েছে, এ জাতীয় ধাঁধা গুলি বুদ্ধিমানদের কাছে সমাধান করা জলভাতের মতো। তবে সাধারণ মানুষদের ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়তে হয় এবং তারা একসময় হাল ছেড়ে দেন। কিন্তু ইতিমধ্যেই যারা ছবিতে থাকা বালক নাম অনুমান করেছেন, তাদের বুদ্ধির প্রশংসা করতে হয় এবং তারা সত্যিই জিনিয়াস।

কিন্তু আপনার ক্ষেত্রেও যদি বালকটির নাম বুঝে ওঠা কঠিন বলে মনে হয়, তাহলে চিন্তা করার কিছু নেই আমরা নিচে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আসলে এ জাতীয় ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে, যা আপনার ভাবনা চেয়েও অনেক সূক্ষ্ম। তাই একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়।

ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। বালকটির পাশে থাকা মুখকে ‘মু’ বলা হয়েছে আর চুলের সমার্থক অর্থ ‘কেস’। সুতরাং এই দুই চিহ্ন মিলিয়ে হয় মু+কেশ= মুকেশ। অর্থাৎ বালকটির নাম হবে ‘মুকেশ’। মনোবিজ্ঞানীদের মতে, আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। এছাড়া এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।