ইন্টারভিউ প্রশ্ন: মেয়েদের এমন কী জিনিস যা ধীরে ধীরে বাড়তে থাকে?

Interview questions: সোশ্যাল মিডিয়ায় আজকাল নানান ধরনের পোস্ট হয়। এর মধ্যে কিছু প্রশ্ন এমন থাকে যে গুলির উত্তর দিতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হন আবার কেউ কেউ শুনে রেগে লাল হোন। তবে প্রতিটা ছাত্রছাত্রীর চাকরি পরীক্ষায় প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলির সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনেক সময় চাকরির ইন্টারভিউ চলাকালীন প্রার্থীদের প্রেজেন্টস অফ মাইন্ডস বোঝার জন্য এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যাতে তারা বিভ্রান্ত হয়। বিগত কয়েক বছরে ইন্টারভিউতে গুলিতে এমনই কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, এবার উত্তরসহ দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: কোন ব্যক্তি সর্বপ্রথম ‘ভারতরত্ন’ পুরস্কার পান?
উত্তর: ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন।

২) প্রশ্ন: ভারতের ‘মূলধনের রাজধানী’ বলা হয় কোন শহরকে?
উত্তর: মুম্বাই।

৩) প্রশ্ন: ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাষা রয়েছে?
উত্তর: ২২টি।

৪) প্রশ্ন: হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে কী বলা হয়?
উত্তর: টুইন সিটি (যমজ শহর)।

৫) প্রশ্ন: কুচিপুড়ি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

Image

৬) প্রশ্ন: মেয়েরা কখন সমস্ত কাপড় তাড়াতাড়ি করে তুলে ফেলে?
উত্তর: যখন বৃষ্টি আসে, তখন মেলা কাপড় তাড়াতাড়ি করে তুলে ফেলে। (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)

৭) প্রশ্ন: পাটনার পুরোনো নাম কি ছিল?
উত্তর: পাটলিপুত্র।

৮) প্রশ্ন: UPSC এর পূর্ণরূপ কি?
উত্তর: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

৯) প্রশ্ন: কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর: বিহার।

১০) প্রশ্ন: অশোক স্তম্ভে মোট কয়টি সিংহ রয়েছে?
উত্তর: চারটি।

১১) প্রশ্ন: ভারতে ‘চারধাম’ কোন রাজ্যে অবস্থিত
উত্তর: উত্তরাখণ্ড। চারধাম হল চারটি তীর্থস্থান — বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম।

Image

১২) প্রশ্ন: প্রাচীনকালে ভারতকে কি বলা হত?
উত্তর: সোনার পাখি।

১৩) প্রশ্ন: কবাডি দলে কতজন খেলোয়াড় থাকে?
উত্তর: ৭ জন।

১৪) প্রশ্ন: ভারতের জাতীয় জলজ প্রাণী কী? 
উত্তর: গাঙ্গেয় নদীর ডলফিন ভারতের জাতীয় জলজ প্রাণী এবং এটি ‘শুশুক’ নামে পরিচিত।

১৫) প্রশ্ন: মেয়েদের এমন কী জিনিস যা ধীরে ধীরে বাড়তে থাকে?
উত্তর: বয়স। (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছিল।)