‘দ্য কেরালা স্টোরি’ বাংলায় নিষিদ্ধ হওয়া নিয়ে গর্জে উঠলেন আদাহ শর্মা, নাম না করেই মুখ্যমন্ত্রীকে দুষলেন

‘দ্য কেরালা স্টোরি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদাহ শর্মা

The Kerala Story: সম্প্রতি ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় এর বিরোধিতা শুরু হয়েছে। এমনকি রাজনৈতিক মহলে এই ছবিটিকে ঘিরে চরম উত্তাল। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবিটি মুক্তি পাওয়ার ৩ দিনের মাথায় পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়। অন্যদিকে কিছু রাজ্যে করমুক্ত করেছে। যাইহোক এই ছবিটি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এতকিছুর পরেও ছবিটি বক্স অফিসে দৌড়াচ্ছে। কিন্তু বাংলায় নিষিদ্ধ হওয়া নিয়ে মোটেও খুশি নন টিম ‘দ্য কেরালা স্টোরি’। ছবিটির পরিচালক সুদীপ্ত সেন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে মুখ খুলেছিলেন।

এবার সরাসরি মমতার নাম না নিয়েও নিষিদ্ধ প্রসঙ্গে গর্জে উঠলেন ছবিটির নায়িকা আদাহ শর্মা (Adah Sharma)। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তাঁর অভিযোগ, ‘‘সিবিএফসি (Central Board of Film Certification) যেখানে এই ছবি মুক্তির জন্য সমস্ত ছাড় দিয়েছে সেখানে দাঁড়িয়ে ছবিটি না দেখে কী করে রাজ্য সরকার এমন এক সিদ্ধান্ত নিতে পারে?’’

তাঁর কথায়, “এক সপ্তাহ হয়ে গেল ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছে। আমি সত্যি জানি না কেন! আমার মনে হয় সেন্সর বোর্ডই সমস্ত ছবির ক্ষেত্রে বিচারক। যদি তাঁরা ছবিটি মুক্তির সিদ্ধান্ত দেন, তবে সবারই তা দেখা উচিৎ। তারপর এ নিয়ে মতামত দেওয়া উচিৎ যে ছবিটি ভাল লেগেছে নাকি লাগেনি।”

গত ৫ই মে মুক্তিপ্রাপ্ত, দ্য কেরালা স্টোরিতে কেরালার একজন হিন্দু মহিলাকে ঘিরে আবর্তিত হয়েছে, যার চরিত্রে অভিনয় করেছেন আদাহ শর্মা, যাকে ইসলাম ধর্ম গ্রহণ করে সিরিয়ায় যাওয়ার জন্য ব্রেন ওয়াশ করা হয়। পরে তাকে আইএসআইএস সন্ত্রাসী সংগঠনে পাঠানো হয় ও সেখানে তাকে নির্যাতন করা হয়। বিপুল শাহ প্রযোজিত, ছবিটি বক্স অফিসে এখনও পর্যন্ত ১৩৫ কোটি টাকা আয় করেছে।