GK কুইজ : বাংলায় তো বাস করেন, ‘পশ্চিমবঙ্গ দিবস’ কবে পালিত হয় জানেন?

আপনি কি জানেন পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হয়

General Knowledge Question: আপনি যদি যেকোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অবশ্যই জেনে রাখা উচিত। আসলে লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ বেশিরভাগ সাধারণ জ্ঞানের ভিত্তিতেই প্রশ্ন করা হয়। আর এগুলি মনে রাখার জন্য মুখস্তও করতে হয় না এবং মানুষে পড়তেও ভালোবাসে। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা আপনাকে অনেক অজানা তথ্য সম্পর্কে জানান দেবে।

১) প্রশ্নঃ কোন ভারতীয় রাজ্য যা ব্রিটিশদের দাসত্ব করেনি?
উত্তরঃ গোয়া।

২) প্রশ্নঃ রামধনুর মাঝখানে কোন রঙ থাকে??
উত্তরঃ সবুজ।

৩) প্রশ্নঃ কোন প্রাণী কালো রঙের দুধ দেয়?
উত্তরঃ গন্ডার।

৪) প্রশ্নঃ এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটির নাম?
উত্তরঃ মাওলিনং, মেঘালয়।

৫) প্রশ্নঃ গঙ্গাকে কবে জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয়??
উত্তরঃ ২০০৮ সালে।

৬) প্রশ্নঃ কোন দেশটি মিনি পাঞ্জাব নামেও পরিচিত??
উত্তরঃ কানাডা।

৭) প্রশ্নঃ কেরালা রাজ্যে সাক্ষরতার হার কত?
উত্তরঃ ২০১৮ সাল অনুযায়ী কেরালা রাজ্যে সাক্ষরতার হার ৯৩.৯১ শতাংশ।

৮) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন?
উত্তরঃ  টমাস আলভা এডিসন।

৯) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
উত্তরঃ হীরা।

১০) প্রশ্নঃ যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে??
উত্তরঃ যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ।

১১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ধনীতম জেলা কোনটি?
উত্তরঃ কলকাতা।

১২) প্রশ্নঃ কৌটিল্য কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? 
উত্তরঃ কৌটিল্য (চাণক্য) তক্ষশীলার প্রাচীন তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন।

১৩) প্রশ্নঃ চেতক ঘোড়া কার ঘোড়া ছিল?
উত্তরঃ মহারানা প্রতাপের।

১৪) প্রশ্নঃ আর্জেন্টিনার রাজধানীর নাম কি?
উত্তরঃ বুয়েনোস আইরেস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী।

১৫) প্রশ্নঃ বাংলায় তো বাস করেন, ‘পশ্চিমবঙ্গ দিবস’ কবে পালিত হয় জানেন?
উত্তরঃ ১৯৪৭-এর ২০ জুন ভাগ হয়েছিল দুই বাংলা। তাই এই দিনটিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হয়।