ঋষভ পান্তকে নিয়ে ওয়াসিম জাফরের ভবিষ্যদ্বানী সত্যি হলো, বললেন দেওয়ালেরও কান আছে

ভারতীয় দলের প্রাক্তন ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সম্পর্কে ওয়াসিম জাফর একটি ভবিষ্যদ্বানী করেছিলেন যা সত্য হয়েছে। এরপর ওয়াসিম জাফর তার টুইটারে পোস্ট করে লেখেন যে, দেওয়ালেরও কান আছে।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওপেনার হিসেবে খুব একটা ভালো পারফর্ম করতে না পারায় দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন ঈশান কিষান। একইভাবে বিরাট কোহলি, ঋষভ পান্ত, জাসপ্রিত বুমরাহের মত খেলোয়াড়রা ভারতীয় দলে ফিরেছেন।

ওয়াসিম জাফর বলেছিলেন, “পান্ত দলে এলে ঈশান কিষানের পরিবর্তে রোহিত শর্মার সঙ্গে ওপেন করা উচিত। এটি এমন একটি পজিশন এখানে পান্ত অনেক রান করতে পারেন।”

ওয়াসিম জাফরের ভবিষ্যদ্বানী সত্যি হলো। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মা ও ঋষভ পান্ত জুটি ওপেন করতে নেমে সাফল্য পায়। দুই ব্যাটসম্যানই প্রথম উইকেটের ৪.৫ ওভারে ৪৯ রানের জুটি গড়েন। পান্ত ১৫ বলে ২৬ করেন, যার মধ্যে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা ছিল। এরপর ওয়াসিম জাফর একটি টুইট করে বলেন, “দেওয়ালেরও কান আছে।”

https://twitter.com/WasimJaffer14/status/1545767093106343937?s=20&t=TrxZFtZe2rekpSr847Asqg

উল্লেখ্য, ভারতীয় দল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে। এই সিরিজে এখনও একটি ম্যাচ বাকি। ভারত প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান করে। জবাবে ইংল্যান্ড দল ১৭ ওভারে ১২১ রানে গুটিয়ে যায়। ভারতীয় দলের এই জয়ের নায়ক ছিলেন ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।