অধিনায়ক হিসেবে বিরাট কোহলির এমন চারটি সিদ্ধান্ত, যা ভুল বলে প্রমাণিত হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর বিরাট কোহলির অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এবার তাকে তিন ফরম্যাটেই একজন ব্যাটসম্যান হিসেবে দেখা যাবে। বিরাট কোহলি বরাবরই একজন আগ্রাসী মনোভাবের জন্য পরিচিত। তিনি ভারতের টেস্ট দলের সবচেয়ে সফল অধিনায়ক। বিরাট কোহলি নেতৃত্বে মোট ৬৮টি টেস্ট খেলে ভারতীয় দল, যার মধ্যে ৪০টিতে জয় আসে। 

২০১৪ সালে বিরাট কোহলি যখন টেস্ট দলের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন সেই সময় ভারতীয় দলের টেস্ট রাঙ্ক ছিল সপ্তম স্থানে, এরপর সেই জায়গা থেকে শীর্ষস্থানে নিয়ে যান দলকে। এটিই প্রমাণ করে তিনি অনেক বড় মাপের অধিনায়ক। তবে কিছু বিতর্কিত সিদ্ধান্তও রয়েছে বিরাটের ক্যারিয়ারে। তিনি চেয়েছিলেন হয়তো ভারতীয় দলের উন্নতি হবে, কিন্তু উল্টে বরং ক্ষতিই হয়েছে। এবার দেখে নেওয়া যাক:

Image

১) ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলকে সেমিফাইনালের মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছিল। তবে বিশ্বকাপের আগে আম্বাতি রাইডু জায়গায় বিরাট কোহলি অনামী অলরাউন্ডার বিজয় শঙ্করকে বেছে নেন। এর আগে ভারতীয় দলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। কিন্তু তার এই সিদ্ধান্তটিকে ঘিরে অনেক বিতর্কিত হয়েছিল। কারণ বিজয় শঙ্কর ব্যাটিং ও বোলিংয়ে পুরোপুরি ব্যর্থ হন এবং চোট পেয়ে দল থেকে ছিটকে যান।

Image

২) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। কিন্তু ৮ উইকেটে পরাজিত হয় ভারতীয় দল। এই ম্যাচটি ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত হয়েছিল, সেখানকার পিন সবসময় ফাস্ট বোলারদের জন্য সহায়ক হয়। কিন্তু তারপরেও অধিনায়ক বিরাট কোহলি দু’জন স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনকে জায়গা দিয়েছিল। দুই ইনিংস মিলিয়ে তারা মাত্র পাঁচটি উইকেট শিকার করে। অন্যদিকে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা স্পিনারদের বিরুদ্ধে এতটুকু সমস্যায় পড়েনি। 

Image

৩) একসময় ভারতীয় দলে চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানে দুই ব্যাটিং স্তম্ভ ছিলেন। কিন্তু বিগত কিছু সময় ধরে তারা খুবই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও নিয়মিতভাবে তাদের খেলিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। যে কারণে সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করা শ্রেয়াস আইয়ারকে মাঠের বাইরে বসতে হচ্ছে। এর পাশাপাশি হনুমা বিহারি নিজের যোগ্যতা প্রমাণ করেও নিয়মিত সুযোগ পাননি। তার এই বিতর্কিত সিদ্ধান্তটি অনেকেই মেনে নিতে পারেন না।

৪) সম্প্রতি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি নেতৃত্বে ভারতীয় দল পাকিস্তানের কাছে ১০ উইকেটে শোচনীয়ভাবে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে তিনি সূর্যকুমার যাদবের জায়গায় ঈশান কিষানকে অন্তর্ভুক্ত করে এবং তাকে মিডিল অর্ডারে না খেলিয়ে রোহিতের জায়গায় ওপেন করতে পাঠায়। এছাড়াও অশ্বিনের জায়গায় অনভিজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তীকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি গুরুত্ব ম্যাচে খেলানো এবং তিনি বল হাতে পুরোপুরি ব্যর্থ হন। এরপর অশ্বিন দলে ফিরলে ততক্ষনে ভারতীয় দলের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়।