GK : শুক্রকে পৃথিবীর ‘বোন’, আর কোন গ্রহকে পৃথিবীর ‘ভাই’ বলা হয় জানেন?

জানেন পৃথিবীর ‘ভাই’ কোন গ্রহকে বলা হয়?

General Knowledge Quiz : ছাত্র-ছাত্রীদের মূল উদ্দেশ্য থাকে কোন বড় প্রতিষ্ঠানে চাকরি করা। এর জন্য তারা বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। দৈনিক সংবাদ, নলেজ, কুইজ ও বিভিন্ন মাধ্যমে তথ্যগুলি সংগ্রহ করার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্ন পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, যা নলেজের পরিধিকে বাড়াতে সহায়তা করবে।

১) প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম নির্বাচন কবে হয়েছিল জানেন?
উত্তরঃ ১৯৩৫ সালে ব্রিটিশ সরকার একটি আইন পাস করে যার নাম ‘ভারত সরকার আইন’। এই আইনের অধীনে ১৯৩৭ সালে ভারতের প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর স্বাধীন ভারতে প্রথম নির্বাচন হয়েছিল ১৯৫১ সালে।

২) প্রশ্নঃ কোন ভারতীয় যোদ্ধা বিশ্বের প্রথম রকেট তৈরি করেছিলেন?
উত্তরঃ টিপু সুলতান, যা তিনি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছেন। তার যুদ্ধে ব্যবহৃত এই রকেটের ছবি এখন নাসার সদর দপ্তরে রয়েছে।

৩) প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম কবে শিক্ষক দিবস পালন করা হয়েছিল?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্ম দিন উপলক্ষে ১৯৬২ সালে প্রথমবারের মতো ভারতে শিক্ষক দিবস পালন করা হয়েছিল।

৪) প্রশ্নঃ কোন মাছ জলে সাঁতার কাটে, জমিতে হাঁটতে পারে এবং হাওয়ায় উড়ে বেড়ায়?
উত্তরঃ গরনাই মাছ।

৫) প্রশ্নঃ জানেন হাওয়াই চপ্পল কোন দেশের আবিষ্কার?
উত্তরঃ আমেরিকায় একটি দ্বীপ আছে, যার নাম হাওয়াই এখানে একটি বিশেষ ধরনের গাছ পাওয়া যায় আর তা থেকেই তৈরি হয় এই নমনীয় স্লিপার। এই কারণে এগুলিকে হাওয়াই চপ্পল বলা হয়।

Image

৬) প্রশ্নঃ ভারতের দুই ভাগে বিভক্ত করেছে কোন নদীটি?
উত্তরঃ নর্মদা নদী।

৭) প্রশ্নঃ চাঁদে প্রথম কোন ব্যক্তি গিয়েছিলেন?
উত্তরঃ নীল আর্মস্ট্রং প্রথম ব্যক্তি যিনি ১৯৬৯ সালে চাঁদের বুকে পা রেখেছিলেন।

৮) প্রশ্নঃ জানেন ক্যালকুলেটর কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ যন্ত্রগণক।

৯) প্রশ্নঃ কোন দেশটির মানচিত্রের আকৃতি কুকুরের মত?
উত্তরঃ পাকিস্তানের মানচিত্র।

Image

১০) প্রশ্নঃ শুক্রকে পৃথিবীর ‘বোন’, আর কোন গ্রহকে পৃথিবীর ‘ভাই’ বলা হয় জানেন?
উত্তরঃ শুক্রকে পৃথিবীর যমজ বোন বলা হয় আর মঙ্গলকে পৃথিবীর ভাই বলা হয়। কারণ সৌরজগতের এই দুটি গ্রহের সাথে পৃথিবীর অনেক সাদৃশ্য রয়েছে।