GK কুইজ: কোন গাছের নিচে রাতে ঘুমালে আপনি মারা যেতে পারেন?

জানেন কোন গাছের নিচে ঘুমালে মানুষ মারা যেতে পারে?

General Knowledge Quiz: আপনি যদি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এর জন্য সাধারণ জ্ঞানের পাশাপাশি নানান অজানা তথ্যগুলি জেনে রাখা উচিত। এগুলি আপনার নলেজকে বাড়াতে সাহায্য করবে এবং যেকোনো ধরনের ইন্টারভিউ সহজেই ক্লিয়ার করতে পারবেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, এক নজরে দেখে নিন…

১) প্রশ্ন: পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কে প্রথম বলেছিলেন? 
ক) রাজার বেকন
খ) কোপার্নিকাস
গ) আইজ্যাক নিউটন
ঘ) গ্যালিলিও
উত্তর: খ) কোপার্নিকাস
— ১৫৪৩ সালে নিকোলাস কোপার্নিকাস তার মহাবিশ্বের তত্ত্বটি ব্যাখ্যা করে বলেন যে পৃথিবীর বাকি গ্রহগুলির সাথে সূর্যের চারপাশে ঘোরে।

২) প্রশ্ন: ভারতের কোন দিন ‘জাতীয় ক্রীড়া দিবস’ উদযাপন করা হয়?
ক) ১লা মার্চ
খ) ২২ মে
গ) ১৪ ডিসেম্বর
ঘ) ২৯ আগস্ট
উত্তর: ঘ) ২৯ আগস্ট
— হকির যাদুকর মেজর ধ্যানচাঁদ সিং এর জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৯ শে আগস্ট আমাদের দেশে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়।

৩) প্রশ্ন: ভারতের ‘নেপোলিয়ন’ কাকে বলা হয়?
ক) রামকৃষ্ণ পরমহংস
খ) সমুদ্রগুপ্ত
গ) দাদাভাই নওরোজি
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ) সমুদ্রগুপ্ত
— সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। তিনি ভারতে গুপ্ত সাম্রাজ্যের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমুদ্রগুপ্ত কবিতা লেখা এবং শিক্ষার বিষয়েও শৌখিন ছিলেন। যার কারণে তিনি ‘কবিরাজ’ অর্থাৎ কবিদের রাজা নামে পরিচিত ছিলেন।

৪) প্রশ্ন: ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি ছিল?
ক) সমঝোতা এক্সপ্রেস
খ) নীলগিরি এক্সপ্রেস
গ) মৈত্রী এক্সপ্রেস
ঘ) বন্ধন এক্সপ্রেস
উত্তর: ক) সমঝোতা এক্সপ্রেস
— ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষর হওয়ার পর ১৯৭৬ সালে ২২ জুলাই শুরু হয় সমঝোতা এক্সপ্রেস নামে এই ট্রেনটি। অমৃতসর থেকে লাহোর পর্যন্ত মোট ৫২ কিমি রাস্তা রয়েছে এই রুটে। তবে ২০১৯ সালে ৩৭০ ধরা বাতিলের পর থেকে সমঝোতা এক্সপ্রেস বাতিল হয়ে যায়।

৫) প্রশ্ন কোন গাছের নিচে রাতে ঘুমালে আপনি মারা যেতে পারেন?
ক) আম গাছ
খ) কলাগাছ
গ) নিম গাছ
ঘ) তালগাছ
উত্তর: নিম গাছ
— নিম গাছ রাতে অধিক হারে কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে। ফলে কার্বন-ডাই-অক্সাইড এর ঘনত্ব বেশি থাকে এবং অক্সিজেন এর অভাব দেখা যায়। ফলে ব্যক্তির শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তাই নিম গাছের নিচে সারারাত ঘুমালে মানুষ মারা যেতে পারে।