তিন ভারতীয় অধিনায়ক, যারা লর্ডসের মাঠে ইংল্যান্ডকে পরাজিত করেছে

প্রতিটি অধিনায়কের স্বপ্ন থাকে লর্ডসের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস রচনা করা। এদিন দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫১ রানে পরাজিত করে তৃতীয়বার এই কৃতিত্ব অর্জন করল ভারতীয় দল। ম্যাচের সেরা কেএল রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিসহ অসাধারণ ভারতীয় বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে তাসের মতো ভেঙে পড়ে ইংরেজ দুর্গ।

বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল তৃতীয়বারের জন্য লর্ডস বিজয়ের সাক্ষী থাকলো। এর আগে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই গর্বের কৃতিত্ব অর্জন করেছিল টিম ইন্ডিয়া। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক:-

৩) বিরাট কোহলি: ২০২১ সাল

Virat Kohli reminds Jos Buttler it's 'not white-ball cricket' as verbal volleys continue in Lord's Test - Sports News

চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে কে.এল. রাহুলের সেঞ্চুরিতে ভারতীয় দল ৩৬৪ রান তোলে। এরপর ইংল্যান্ড ২৭ রানে এগিয়ে থাকলেও তাদের সামনে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ২৭১ রানের লক্ষ্যমাত্রা রাখে। এরপর ভারতীয় বোলিংয়ের সামনে ইংল্যান্ড দল মাত্র ১২০ রানে গুটিয়ে যায়। এরফলে ১৫১ রানের ব্যবধানে জয় পায় ভারতীয় দল।  

২) মহেন্দ্র সিং ধোনি: ২০১৪ সাল 

Probably my last Test at Lord's; lucky that short-ball strategy worked - MS Dhoni

২০১৪ সালে লর্ডস টেস্টে অজিঙ্কা রাহানের দুরন্ত সেঞ্চুরিতে ভারতীয় দল প্রথম ইনিংসে ২৯৫ রান তোলে। এরপর ইংল্যান্ড ২৪ রানে এগিয়ে থাকলেও তাদের সামনে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানের লক্ষ্যমাত্রা দেয়। এরপর ম্যাচের সেরা ইশান্ত শর্মার (৭ উইকেট) অসাধারণ বোলিংয়ে ২২৩ রানে অলআউট হয় তারা। ম্যাচটি ৯৫ রানে জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির দল। 

১) কপিল দেব: ১৯৮৬ সাল

Kapil Dev Pathak🇮🇳 on Twitter: "Many birthday wishes to The Real Hero of cricket @therealkapildev who inspired many young cricketers to experience cricket as a life. #KapilDev… https://t.co/CTWPx8hxlO"

১৯৮৬ সালের লর্ডস টেস্টে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২৯৪ রান তোলে। এরপর দিলীপ বেঙ্গসরকারের দুরন্ত সেঞ্চুরিতে ভারতীয় দল ৩৪১ রান করে। ৪৭ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অলআউট হয়। এরপর ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রানটুকু তুলে নেয়। দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট সহ ২৩ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন অধিনায়ক কপিল দেব।