চোখের ধাঁধা: যাদের দৃষ্টিশক্তি খুবই প্রখর তারা সহজেই ব্যাঙটি খুঁজে পাবেন!

Brain teaser: সোশ্যাল মিডিয়ায় একঘেয়েমি দূর করতে অনেকেই ধাঁধার সমাধান করার চেষ্টা করেন। এগুলি একদিকে যেমন মজাদার হয় অন্যদিকে তেমনি আকর্ষণীয় (interesting) করে তোলে। এর মাধ্যমে অনেকেই বুদ্ধিমত্তার পরিচয় দেন। তবে দৃষ্টিশক্তিও (eyesight) ভালো হওয়া চায়। এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে লুকিয়ে রয়েছে একটি ব্যাঙ!

Image

উপরে শেয়ার করা ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি রাস্তার ধারের গাছের তলায় কয়েকজন মানুষ রয়েছেন। তাদের সামনে রয়েছে একটি ছাগল। পরিবেশটা দেখতে বেশ মনোরম ও সুন্দর (lovely and beautiful)। তবে এরই মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে একটি ছোট্ট ব্যাঙ, যা অনেকের নজরকে ফাঁকি দিচ্ছে।

Image

বলা হয়েছে, যাদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর কেবল তারাই ছবির মধ্যে লুকিয়ে থাকা ব্যাঙটি সহজেই খুঁজে পেতে পারেন। অনেকেই ছবিটির দিকে দীর্ঘক্ষন তাকিয়ে থাকার পর হাল ছেড়ে দিয়েছেন এবং বলেছেন এরমধ্যে তেমন কিছু দেখতে পাননি। তবে এদিকে যারা ব্যাঙটি শনাক্ত করতে পেরেছেন, মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ।

ছবিতে ব্যাঙটি ছদ্মবেশী অবস্থায় লুকিয়ে রয়েছে, তাই সহজেই দেখা যাচ্ছে না। আপনার ক্ষেত্রেও ব্যাঙটিকে শনাক্ত করা যদি কঠিন বলে মনে হয় তাহলে আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ব্যাঙটি বাঁধানো গাছটির ঠিক বাঁ দিকে লতাপাতার মধ্যে রয়েছে। ছবিটিকে এমন ভাবে সেট করা হয়েছে যাতে সহজেই কারও নজরে না আসে।

Image

বিশেষজ্ঞদের কথায়, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনার বিচক্ষণ বুদ্ধি ও জ্ঞানীয় ক্ষমতা আরো উন্নত হবে। এর পাশাপাশি আপনি কিভাবে চিন্তা করছেন তার একটি অন্তর্দৃষ্টি পাওয়া যায়। আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন আরো বেশি স্মার্ট হয়ে উঠবেন এবং এগুলো একপ্রকার মস্তিষ্কের ব্যায়ামও।