আইপিএলে প্রাক্তনীদের নিয়ে গঠিত এই দলটি যেকোন টিমকে হারানোর ক্ষমতা রাখে

২০০৮ সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বহু স্মৃতি বিজড়িত রয়েছে। সারা বিশ্বজুড়ে নামিদামি ক্রিকেটাররা এই টুর্নামেন্ট যোগদান করে জনপ্রিয় করে তুলেছেন। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। একসময় এই লীগে যাদের সেরা ক্রিকেটার ভাবা হতো আজ তাদের অনেকেই অবসরপ্রাপ্ত খেলোয়াড়। আইপিএলের নিয়ম অনুসারে ৭ জন দেশি এবং ৪ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। এই প্রতিবেদনে বলা হয়েছে আইপিএলে প্রাক্তনীদের নিয়ে গঠিত এই দলটি যেকোন টিমকে হারানোর ক্ষমতা রাখে। এবার দেখে নেওয়া যাক:-

□ ওপেনার: অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দ্র শেহবাগ

Image

আইপিএলের উদ্বোধনী মরসুমের ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। কিন্তু প্রাক্তনীদের মধ্যে এই তালিকায় সেরা ওপেনার হিসেবে অ্যাডাম গিলক্রিস্ট ও বীরেন্দ্র শেহবাগ রয়েছেন। এই দুই পাঞ্জাব ওপেনার প্রতিপক্ষ বোলারদের কাছে দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর ছিলেন। গিলক্রিস্ট ২টি সেঞ্চুরি সহ ২০৬৯ রান এবং শেহবাগও ২টি সেঞ্চুরি সহ ২৭২৮ রান করেন।

□ মিডল অর্ডার: গৌতম গম্ভীর, এবি ডি ভিলিয়ার্স ও যুবরাজ সিং

Image

মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান গৌতম গম্ভীর, যার নেতৃত্বে কলকাতা দু’বার চ্যাম্পিয়ন হয়। গম্ভীর ১৫৪ ম্যাচে ৪২১৮ রান করেছেন। সদ্য অবসর নেওয়া এবি ডি ভিলিয়ার্স একা হাতে বহু ম্যাচ জিতিয়েছেন এবং ৩টি সেঞ্চুরি সহ ৫১৬২ রান করেছেন। যুবরাজ সিং ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১৬ কোটি দর পেয়েছিলেন। ২০০৯ সালে পাঞ্জাবের হয়ে একই মরসুমে দু’বার হ্যাটট্রিক করেছিলেন। তিনি ১৩২ ম্যাচে ২৭৫০ রান সহ ৩৬টি উইকেট নিয়েছেন।

□ অলরাউন্ডার: জ্যাক কালিস, ইউসুফ পাঠান ও ইরফান পাঠান

Image

এই তালিকায় তিন অলরাউন্ডারের মধ্যে জ্যাক কালিস ও ইউসুফ পাঠান উভয়েই কেকেআরের হয়ে দু’বার চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। কালিস ৯৮ ম্যাচে ২৪২৭ রান ও ৬৫টি উইকেট নিয়েছেন। এদিকে বিধ্বংসী ব্যাটসম্যান ইউসুফ পাঠান ১৭৪ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৩২০৪ রান ও ৪২টি উইকেট নিয়েছেন। দুর্দান্ত অলরাউন্ডার ইরফান পাঠানও এই তালিকায় রয়েছেন যিনি ১০৩ ম্যাচে ১১৩৯ রান সহ ৮০টি উইকেট নিয়েছেন।

□ বোলার: জাহির খান, প্রজ্ঞান ওঝা ও লাসিথ মালিঙ্গা

Image

বোলিং বিভাগে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন প্রজ্ঞান ওঝা, যার নামে ৮৯টি উইকেট রয়েছে। এরপর দুজন ফাস্ট বোলার হিসেবে জাহির খান ও লাসিথ মালিঙ্গা রয়েছেন। যথাক্রমে তারা ১০২ উইকেট ও ১৭০ উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন শ্রীলঙ্কান বোলার মালিঙ্গা।

☞ আইপিএলে প্রাক্তনীদের নিয়ে সর্বকালের সেরা একাদশ: অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, এবি ডি ভিলিয়ার্স, যুবরাজ সিং, জ্যাক কালিস, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, জাহির খান, প্রজ্ঞান ওঝা ও লাসিথ মালিঙ্গা