তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ বার ‘ম্যান অফ দ্যা সিরিজ’ হয়েছেন এই ৫ খেলোয়াড়

ক্রিকেটে ‘ম্যান অব দ্যা সিরিজ’ পুরস্কার জেতা সহজ ব্যাপার নয়। কোনও একটি সিরিজে ধারাবাহিকভাবে পারফর্ম করার পর সেই খেলোয়াড়কেই ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বাছাই করা হয়। শ্রীলঙ্কান ক্রিকেটার মুথাইয়া মুরালিধরন তার সম্মানিত টেস্ট ক্যারিয়ারে মোট ১১ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’-র পুরস্কার জিতেছেন, যা এই ফরম্যাটে সর্বোচ্চ। এবার দেখে নেওয়া যাক যারা তিন ফরম্যাট মিলিয়ে যে ৫ খেলোয়াড় সর্বোচ্চ বার ‘ম্যান অফ দ্যা সিরিজ’ হয়েছেন:-

৫) সনাথ জয়সুরিয়া: ১৩ বার

Melbourne club side lands coaching coup with Jayasuriya | cricket.com.au

শ্রিলংকান কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। স্পিন বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করার পর পরবর্তীকালে একজন দুর্দান্ত ওপেনার ব্যাটসম্যান হয়ে ওঠেন। তিনি জাতীয় দলের হয়ে টানা ২২ বছর খেলেছেন। এই সময় মোট ১৩ বার (ওয়ানডেতে ১১ ও টেস্টে ২) টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তিনি নির্বাচিত হন।

৪) জ্যাক কালিস: ১৫ বার

Jacques Kallis turns 45: Here are his monumental records | NewsBytes

সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক কালিস এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি ব্যাটিং ও বোলিংইয়ে উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রায় দুই দশক ধরে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার মোট ১৫ বার (ওয়ানডেতে ৬ ও টেস্টে ৯) টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন।

৩) সাকিব আল হাসান: ১৬ বার

Twitter reactions: Bangladesh trump West Indies in 1st ODI as Shakib Al Hasan shines in his comeback game | CricketTimes.com

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এই তালিকায় তাকে অনেকেই দেখে অবাক হতে পারেন। আসলে তিনি বেশিরভাগ সময় নিম্নসারির দলগুলির বিপক্ষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। ২০০৬ সালে অভিষেক করা এই অলরাউন্ডার এখনও পর্যন্ত মোট ১৬ বার (ওয়ানডেতে ৭, টেস্টে ৫ ও টি-টোয়েন্টিতে ৪) ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।

২) বিরাট কোহলি: ১৯ বার

India v West Indies, 1st ODI, as it happened: Classy tons by Kohli, Rohit take India

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এর পর থেকেই বিরাট কোহলি একের পর এক কৃতিত্ব অর্জন করে চলেছেন। অতীতে মহারথীদের অধিকাংশ ব্যাটিং রেকর্ডগুলি ভেঙে নিজের নামে করেছেন। বিরাট কোহলি ২০১৪ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট ঘোষিত হন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ক্রিকেটার এখনও পর্যন্ত মোট ১৯ বার (ওয়ানডেতে ৯, টেস্টে ৩ ও টি-টোয়েন্টিতে ৭) ম্যান অব দ্যা সিরিজ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

১) শচীন টেন্ডুলকার: ২০ বার

Watch: When Sachin Tendulkar reached the 15,000-run mark in ODI cricket to enter a league

ক্রিকেটের ইতিহাসে বহু রেকর্ড ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারের নামে রয়েছে। তিনি তার দীর্ঘ ২৪ বছর ক্রিকেট ক্যারিয়ারে এমন কিছু অর্জন করেছেন হয়তো কোন খেলোয়াড়ের এক জীবনে তা সম্ভব নয়। সর্বোচ্চ রান সংখ্যা থেকে শুরু করে সর্বাধিক সেঞ্চুরি ও ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। ২০০৩ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ করে দলকে ফাইনালে তুলেছিলেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। শচীন টেন্ডুলকার তার ক্রিকেট ক্যারিয়ারে মোট ২০ বার (ওয়ানডেতে ১৫ ও টেস্টে ৫) টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।