ভারতের এই রাজ্যে একটিমাত্র রেলস্টেশন রয়েছে, যা লাখ লাখ মানুষের যাতায়াতের ভরসা

ভারতের যে রাজ্যে একটিমাত্র রেলস্টেশন রয়েছে:

Indian Railways: ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এশিয়ার দ্বিতীয়। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই রেলপথ মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ধনী থেকে গরীব প্রতিটি শ্রেণীর মানুষ দূরপাল্লার ভ্রমণের জন্য রেলপথকে বেছে নেন। কারণ এতে ভ্রমণ করা আরামদায়ক এবং খরচের দিক দিয়েও সাশ্রয়ী। ভারতবর্ষে প্রতিনিয়ত গড়ে ২৩১ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন।

দেশের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রেল নেটওয়ার্ক। কিন্তু এই প্রতিবেদনে এমন একটি রেলস্টেশনের কথা বলা হয়েছে যা শুনলে আপনি অবাক হতে পারেন। ভারতবর্ষে মোট ৭,৩২৫টি রেলস্টেশন রয়েছে, কিন্তু এমন একটি রাজ্য রয়েছে যেখানে কেবল একটিমাত্র রেলস্টেশন। শুধু তাই নয়, এটি লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের প্রধান ভরসাও।

Bairavi railway station in Mizoram

আমরা ভারতের উত্তর পূর্ব রাজ্যের মিজোরামের কথা বলছি, যেখানে ১১ লক্ষ মানুষের বাস অথচ সে রাজ্যে মাত্র একটি রেলস্টেশন রয়েছে। সেখানকার মানুষ যাতায়াতের জন্য কেবল এই রেল স্টেশনের উপরেই নির্ভরশীল যে কারণে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।

মিজোরাম রাজ্যের একমাত্র রেলস্টেশনের নাম বৈরবী, যা কোলাসিব জেলায় অবস্থিত। যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেরও কাজ হয় এই রেলস্টেশন থেকে। আগে এই স্টেশনটি খুবই ছোট ছিল, ২০১৬ সালে পুনঃনির্মিত হয় এবং আগের থেকে অনেকটাই উন্নত হয়। এই রেলওয়ে স্টেশনের তিনটি প্লাটফর্ম রয়েছে এবং চলাচলের জন্য চারটি ট্রাক রয়েছে।

Bairavi railway station in Mizoram

এই রাজ্যে মাত্র একটি রেলস্টেশন থাকার কারণে এখানকার জনগণকে অনেক অসুবিধায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ আরেকটি স্টেশন নির্মাণের দাবি জানিয়ে আসছে। বলা হচ্ছে এখানে আরও একটি রেলস্টেশন নির্মাণের জন্য রেলের পক্ষ থেকেও প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই স্টেশন থেকে রেল যোগাযোগ আরো উন্নত করারও পরিকল্পনা রয়েছে।