গাছকে পেনশন দেয় ভারতের এই রাজ্য, জেনে নিন কীভাবে এই সুবিধা পেতে পারেন

ভারতের কোন রাজ্যে গাছকে পেনশন দেওয়া হয়?

Pension to the tree: আপনি নিশ্চয়ই মানুষের পেনশন পাওয়ার কথা শুনেছেন, কিন্তু গাছও যে পেনশন পায় তার শুনেছেন কি? তবে বিশেষ বিষয় হলো, যে ভারতের শুধুমাত্র একটি রাজ্যেই এই প্রকল্পটি রয়েছে। এবার জেনে নেওয়া যাক ভারতের কোন রাজ্য গাছগুলিকে পেনশন দেয় এবং কতটা পরিমাণ টাকা পাওয়া যায়।

Image

মানুষ শেষ বয়সে অবসরের পর পেনশন অথবা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পান। তবে ভারতের এমন একটি রাজ্য রয়েছে যারা গাছকেও পেনশন দেয়। যদিও এই গাছগুলি কোন সাধারণ গাছ নয়, অনেক পুরনো গাছ। এই প্রকল্পে বলা হয়েছে যে সকল গাছের বয়স ৭৫ বছরের বেশি, কেবল সেই সকল গাছগুলি পেনশন পাওয়ার উপযুক্ত।

Image

আসলে এখানে হরিয়ানা (Haryana) রাজ্যের কথা বলা হয়েছে, যেখানে হরিয়ানা সরকার প্রণবায়ু দেবতার প্রকল্পের আওতায় এই গাছগুলিকে বার্ষিক পেনশন দিয়ে থাকে। এই প্রকল্পটি চালু করেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি ২০২১ সালের ৫ই জুন অর্থাৎ পরিবেশ দিবসে দিনে এই প্রকল্পটি চালু করেছিলেন।

Image

হরিয়ানা সরকার ঘোষণা করেছিলেন যে, কোনো গাছের আয়ু ৭৫ বছর হলে বার্ষিক ২৫০০ টাকা করে পেনশন দেওয়া হবে। তবে পরবর্তীতে এই টাকার পরিমাণ বাড়িয়ে ২৭৫০ টাকা করা হয়। এই প্রকল্পের সুবিধা পেতে হলে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই আবেদন করা যায়।

Image

তবে এই সুবিধা শুধুমাত্র হরিয়ানা রাজ্যের বাসিন্দাদের জন্য। যদি কোন ব্যক্তির ৭৫ বছরের বেশি পুরনো গাছ থাকে তাহলে তিনি এই প্রকল্পের আওতায় পেনশন এর সুবিধা পেতে পারেন। আপনার যদি বটগাছ থাকে তাহলে সরকার সেগুলিকে অনেক বেশি পছন্দ করে। কারন এই গাছ সর্বদাই অক্সিজেন ছড়ায়। এছাড়া বট গাছকে সবচেয়ে পবিত্র গাছ বলে মনে করা হয়।