তিন সন্তানের মাকে ডিভোর্স দিয়ে ভারতীয় নারীকে বিয়ে করেন এই পাকিস্তানি ক্রিকেটার

ভারতীয় নারীদের সাথে পাকিস্তানী ক্রিকেটারদের রসায়ন আজ নতুন নয়, গত তিন দশক ধরে এই খবর প্রায়ই শোনা যায়। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা ও পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহের মধ্যেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে এর আগেও বেশ কিছু ভারতীয় নারী বর্তমানে পাকিস্তানী ক্রিকেটারদের সাথে সুখে সংসার করছেন। 

পাকিস্তানের আরও এক ক্রিকেটার রয়েছেন যিনি ‘এশিয়ার ব্র্যাডম্যান’ নামে পরিচিত। এই ক্রিকেটার আর কেউ নন, তিনি জাহির আব্বাস এবং তিনিও এক ভারতীয় নারীর প্রেমে পড়েন। জানা যায়, এই ভারতীয় তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর, তার তিন সন্তানের কন্যার মাকে ডিভোর্স দিয়েছিলেন। 

Image

জাহির আব্বাস ও ভারতীয় কন্যা রিতা লুথরার ১৯৮০ সালে সাক্ষাৎ হয়েছিল। সেই সময় জাহির আব্বাস ইংল্যান্ডের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতেন আর সেখানে রিতা লুথরার ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছিলেন। রিতাকে প্রথমবার দেখার পরই জাহির প্রেমে পড়েন এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

Image

খবর সূত্রে জানা যায়, জাহির আব্বাস ও রিতা লুথরা একে অপরকে আগে থেকেই চিনতেন। রিতার বাবা ছিলেন জাহির আব্বাসের বাবার বন্ধু। রিতার পরিবার প্রথমে পাকিস্তানের ফয়সাওয়ালাবাদে বসবাস করলেও দেশভাগের পর পুরো পরিবার ভারতে চলে আসে। তবে রিতা লুথরার সাথে সম্পর্ক জড়ানোর আগেই জাহির আব্বাস তিন সন্তানের বাবা ছিলেন।

Image

জাহির প্রথমে নাসরিন নামে একটি মেয়েকে বিয়ে করেছিলেন। এরপর রিতাকে জীবনসঙ্গী করতে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। এরপর রিতা আব্বাসকে বিয়ে করার পর তার নাম পরিবর্তন করে সামিনা আব্বাস রাখেন। ১৯৮৮ সালে তাদের বিয়ে হয়। বর্তমানে তারা করাচিতে থাকেন। রিতা বর্তমানে কোটি কোটি টাকার নিজস্ব ইন্টেরিয়র ডিজাইনিং ব্যবসা চালাচ্ছেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে।