৯০ সেকেন্ডের রাস্তা, তবুও এখানকার মানুষ বাধ্য হয়ে ফ্লাইটে যাতায়াত করেন, কেন জানেন?

Shortest Flight: মানুষেরা বিদেশ বা দেশের দূরবর্তী স্থানে ভ্রমণের জন্য সাধারণত বিমানকেই বেছে নেয় এবং খুবই কম সময়ে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। তবে এমন একটি শহর রয়েছে যেখানে মানুষকে বাধ্যতামূলকভাবে বিমান ভ্রমন করতে হয় এবং তাদের এই যাত্রা শেষ করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে।

এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে এত কম সময়ে বিমান ভ্রমণের খরচের তুলনায়, অন্যান্য যানবাহনের মাধ্যমেও তো যাওয়া যেতে পারে! কিন্তু এখানে গল্পটি ঠিক অন্যরকম। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Image

বিশ্বের সবচেয়ে স্বল্পতম বিমানযাত্রা স্কটল্যান্ডে (Scotland) হয়। এই যাত্রা দুটি দ্বীপের মধ্যে, ওয়েস্ট্রে ও পাপা ওয়েস্ট্রের (Westray and Papa Westray) মধ্যে। এটি বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত যাত্রা, মাত্র ৯০ সেকেন্ডে এই বিমান যাত্রা সম্পন্ন হয়। এই দুটি বিমানবন্দরের মধ্যে দূরত্ব মাত্র ২.৭ কিলোমিটার।

হয়ত আপনার মনেও এই প্রশ্ন আসছে যে কেন ২.৭ কিলোমিটারের জন্য ফ্লাইটে যাত্রা করতে হয়। আসলে ওয়েস্ট্রে ও পাপা ওয়েস্ট্রের মধ্যে কোন সেতু নেই। এই কারণেই মানুষকে বিমানে যাতায়াত করতে হয়। কারণ এখানে বাস বা গাড়িও যেতে পারবেনা। বিমানটি টেকঅফ থেকে অবতরণ পর্যন্ত মাত্র দেড় মিনিট সময় নেয়।

Image

বিশ্বের সবচেয়ে কম যাত্রার যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়। বাধ্য হয়েই এই যাত্রা করতে হচ্ছে যাত্রীদের। আপনি নিশ্চয়ই জানেন যে বিমানে ভ্রমণকারীদের দূরত্ব অনুযায়ী ভাড়া দিতে হয়, তবে এখানে ভ্রমণকারীদের ভাড়ায় অনেক ছাড় দেওয়া হয়।