ভারতীয় ক্রিকেট দলের এই ক্রিকেটার হলেন গোবিন্দার জামাই, জানেন তিনি কে?

গোবিন্দার জামাই ভারতীয় ক্রিকেট দলের একজন তারকা খেলোয়াড়, চেনেন তাকে?

ক্রিকেট ও বলিউডের সম্পর্ক কোনও নতুন ব্যাপার নয়। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক ও তালমেল। কিন্তু আজ ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা তুলে ধরা হল যা অনেকেরই অজানা।
ভারতীয় ক্রিকেট দলে এমন এক জন খেলোয়াড় রয়েছেন যিনি সম্পর্কে বলিউড তারকা গোবিন্দার (Govinda) জামাই। আপনি কি তাকে চেনেন?

সেই ভারতীয় ক্রিকেটার আর কেউ নন, তিনি হলেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ রানা (Nitish Rana)। আইপিএল ২০২৩-এর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছিলেন তিনি। নীতিশ রানা বিয়ে করেছেন সাঁচি মারওয়াহাকে (Sanchi Marwaha)। দীর্ঘ সময় ধরে তার সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।

এবার স্বাভাবিক ভাবে একটা প্রশ্ন জাগতেই পারে তাহল, নীতিশ রানাকে তো সকলেই চেনে। তবে তিনি কী করে গোবিন্দার জামাই হলেন? সম্প্রতি জনপ্রিয় কমেডি শো ‘দ্যা কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show)-থেকে এমনটাই জানা গিয়েছিল। যা জেনে অবাক হয়েছেন নেটিজেনদের একাংশ।

Image

আসলে গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক কপিল শর্মা শো-তে বলেছিলেন যে, নীতিশ রানার স্ত্রী সাঁচি মারওয়াহ সম্পর্কে তার খুরতুতো বোন। তিনি নীতিশ রানার শ্যালক হন। সুতরাং গোবিন্দার ভাইঝি সাঁচি মারওয়াহের স্বামী হওয়ায় নীতিশ রানা তার জামাই হন। তবে তা দূর সম্পর্কের!

আসলে, নীতিশ রানা দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও তেমনভাবে সুযোগ পাননি। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে কেকেআরের (KKR) ব্যাটিং লাইনে অন্যতম সেরা তারকা খেলোয়াড় তিনি। ফের ভারতীয় দলে সুযোগের অপেক্ষায় রয়েছেন নীতিশ।