পাকিস্তানি ক্রিকেটারকে ভালোবেসে আজীবন অবিবাহিত থাকলেন এই বলিউড সুন্দরী অভিনেত্রী

৪৭ বছর বয়সেও অবিবাহিত রইলেন বলিউডের এই সুন্দরী

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সুস্মিতা সেন (Sushmita Sen)। এরপর মিস ইউনিভার্স (Miss Universe) খেতাব জিতে বলিউডে পা রাখেন। ব্যাস, তারপর আর কখনও ঘুরে তাকাতে হয়নি এই বঙ্গ তনয়াকে। এই বাঙালি সুন্দরী ভারত তথা গোটা বিশ্বের কাছে বাংলার মুখ উজ্জ্বল করেছেন।

তবে তার ব্যক্তিগত জীবনকে ঘিরে রয়েছে নানা বিতর্ক। মডেলিং, অভিনয়, ব্যাবসা সকল কর্ম ক্ষেত্রে সাফল হলেও প্রেম জীবনে কিন্তু বারবার কষ্ট পেয়েছেন সুস্মিতা। এই ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী একাধিক সম্পর্কে জড়িয়েছেন, তবে দুর্ভাগ্যবশত কোনো সম্পর্কই পরিণতি পাওয়ার আগেই শেষ হয়ে গেছে।

অভিনেতা, পরিচালক, মডেল থেকে শুরু করে ক্রিকেট দুনিয়ার তারকা, বিজনেস ম্যান, জীবনে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়ালেও কোনও সম্পর্কই ছাতনাতলা অবধি পৌঁছায়নি। ১৯৯৬ সালের ‘দস্তক’ ছবির শুটিংয়ের সময়ই পরিচালক বিক্রম ভাট (Vikram Bhatt) -র কাছাকাছি এসেছিলেন সুস্মিতা যদিও তা বেশিদিন টেকেনি।

এরপর পাকিস্তানের নামী ক্রিকেটার ওয়াসিম আক্রম-র (Wasim Akram) প্রেমে পড়েন এই বঙ্গ ললনা। সুস্মিতা সেন ও ওয়াসিম আকরামকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছিল, এরপর তাদের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে। এরপর একটি টিভি শোতে বিচারক হিসেবে একসঙ্গে হাজির হন দুজনেই। এখান থেকেই নাকি প্রেমের সূত্রপাত হয়।

Image

তবে মিডিয়ার সামনে দুজনেই তাদের সম্পর্কের খবরকে গুজব বলে জানিয়েছিলেন। সুস্মিতা সেন ওয়াসিম আকরামকে তার ভালো বন্ধু বলেছেন। জানিয়ে রাখি, ওয়াসিমের স্ত্রী হুমা ২০০৯ সালে মারা যান। এ কারণে ওয়াসিম ও সুস্মিতা সেন হয়তো বিয়ে করার মনস্থির করেছেন বলে অনেক জল্পনা চলেছিল।

প্রেম বা বিয়েতে ব্যর্থ হলেও সুস্মিতা মা হিসেবে ভীষণ সফল। ২০০০ সালে তিনি বড় মেয়ে রেনেকে দত্তক নেন। তখন তার বয়স ছিল মাত্র ৬ মাস। এরপর ছোট মেয়ে আলিশাকে দত্তক নেন সুস্মিতা। ইতিমধ্যেই বলিউড ডেবিউ করে ফেলেছেন তার বড়ো মেয়ে রেনে। মায়ের দেখানো পথ ধরেই অভিনয়কে বেছে নিয়েছেন তিনি।