কারও পায়ে তেল দিয়ে নয়, নিজের দক্ষতার জোরে ‘সুপারস্টার’ হয়েছেন বলিউডের এই ৫ অভিনেতা

Bollywood’s struggling hero: সাম্প্রতিক সময়ে বলিউডের দিকে তাকালে স্পষ্ট ভেসে ওঠে যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি যেন নেপোটিজামের আতুরঘর হয়ে উঠেছে। যেখানে ‘গডফাদার’ ছাড়া নবাগতদের জন্য নিজের পাকাপোক্ত যায়গা করা কঠিন। তবে এমনও কিছু বলিউড স্টার রয়েছেন যারা কোনও সাহায্য ছাড়াই কঠোর পরিশ্রম করেই সফল হয়েছেন। এই তালিকায় রয়েছেন কারা? দেখে নিন আজকের প্রতিবেদনে… 

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): বর্তমানে তিনি বলিউডের সুপারস্টার হলেও তার এই রাস্তা খুব একটা মসৃণ ছিল না। সেলিব্রিটি হওয়ার আগে খুব সাদামাটা মানুষ ছিলেন, এবং মেরিন ড্রাইভে রাত কাটাতেন। আসলে অমিতাভের ইচ্ছা ছিল রেডিওতে ঘোষক হওয়া, যদিও তার আওয়াজের জন্য বাদ যান। সকল বাধা বিপত্তি পেরিয়ে তিনি আজ বলিউডের বিগ-বি নামে খ্যাত। 

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty): রুপোলি পর্দায় পা রাখার যাত্রা পথটি ছিল নানা প্রতিবন্ধকতায় পরিপূর্ণ। দু-বেলা দু’মুঠো ভাত জোগাড়-ই কষ্ট সাধ্য ছিল তার কাছে। এই বলিউড তথা টলিউডের ‘মিঠুন দা’ হয়ে উঠতে অনেক সংগ্রাম করতে হয়েছে। আজও ‘ডিস্কো ড্যান্সার’ নামে বলিউডে তাকে এক নামে চেনে।

অক্ষয় কুমার (Akshay Kumar): এই তালিকায় রয়েছেন বলিউডের খিলাড়িও। তার ক্যারিয়ারের শুরুর দিনগুলিতে হোটেলে ওয়েটার হিসেবে কাজ করতেন এবং সন্ধ্যায় মার্শাল আর্টস শেখাতেন। এরপর কিছু ফটোগ্রাফার তাকে দিয়ে মডেলিংয়ে কাজ করানো শুরু করেন। তার ছবিগুলি প্রযোজকদের পছন্দ হয় এবং তাকে একসাথে কয়েকটি ছবির জন্য সাইন করিয়ে নেয়। এরপর অক্ষয় কুমারকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

শাহরুখ খান (Shah Rukh Khan): যখন দিল্লি থেকে দু চোখে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইতে এসেছিলেন তখন মাত্র ১৯৩ টাকার একটি ঘরে ভাড়া থাকতেন। তার মাথায় উপর হাত রাখার মতো কোনও গডফাদার ও ছিলনা তখন। সেই দৃষ্টিকোণ থেকে জিরো থেকে হিরো হওয়ার গল্পের নায়ক স্বয়ং শারুক নিজেই।

সুশান্ত শিং রাজপুত (Sushant Singh Rajput): টেলিভিশন ধারাবাহিকে কাজ করার মধ্যে দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। তার মাথার ওপরেও কোন ‘গডফাদার’- ছিলনা। তা বাদেও তিনি শূন্য থেকে বলিউডের নাম করা তারকাদের স্তরে পৌঁছেছিলেন। তবে তার জীবনে মর্মান্তিক ঘটনাটি না ঘটলে আজ আরও অনেক দূর এগিয়ে যেতে পারতেন।