এই বিগ বাজেটের ছবিগুলি ভাবা হয়েছিল সুপারহিট হবে, কিন্তু মুক্তির পরেই মুখ থুবড়ে পড়ে

যে বিগ বাজেটের ছবিগুলি মুক্তির পরেই পুরোপুরি খোলা হয়েছিল

যখনই কোন বিগ বাজেটের ফিল্ম তৈরি হয় তখন পরিচালক থেকে চলচ্চিত্র নির্মাতাদের আশা থাকে যে ছবিটি বক্স অফিসে সুপার হিট হবে। কিন্তু দুর্ভাগ্যবশত বলিউডের তেমনই কিছু ব্যয়বহুল ছবি রয়েছে, যেগুলি মুক্তির প্রথম সপ্তাহের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে। এই প্রতিবেদনে তেমনি পাঁচটি ফিল্মের সম্পর্কে বলা হয়েছে।

Image

প্রভাস (Prabhas): প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি হিট হবে বলেই অনুমান করেছিলেন ছবি নির্মাতারা তবে তা মুক্তির পর একেবারে মুখ থুবড়ে পড়ে। প্রভাসের আরেকটি বড় বাজেটের ফ্লপ ছবি হল ২০২২ সালের মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত ‘রাধে শ্যাম’ ছবিটি।

Image

সলমন খান (Salman Khan): চলতি বছরের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সলমন খান এবং পূজা হেগড়ে অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। তারকাখচিত ছবি হলেও এই ছবি আশানুরূপ ফল করেনি। ২২৫ কোটি টাকা বাজেটের এই ছবি বক্স অফিস থেকে মাত্র ১৮২ কোটি টাকা আয় করে।

Image

অক্ষয় কুমার (Akshay Kumar): ২০২২ সালের জুন মাসে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’। ১৭৫ কোটি টাকা বাজেটের ছবিটি হিট করবে, নিশ্চিত ছিলেন ছবি নির্মাতারা। মুক্তির পর তা বক্স অফিসে অসফল হয়। ওই বছরেই অক্ষয়ের আরেকটি ফ্লপ ছবি হল ‘বচ্চন পান্ডে’।

Image

বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakond): ‘লাইগার’ ছবির মধ্য দিয়েই মূলত বিজয়ের বলিউডে আত্মপ্রকাশ। এই ছবির নির্মাতা-সহ বিজয় ও ভেবেছিলেন যে এই ছবি হিট করবে। তবে মুক্তির পর বক্স অফিস থেকে ৬০ কোটি টাকা উপার্জন করে ‘লাইগার’। ছবিটির বাজেট ছিল ১২৫ কোটি টাকা।

Image

রণবীর সিং (Ranveer Singh): রণবীর হিন্দি মূলত ফিল্মজগতে অধিকাংশ সময় হিট ছবি উপহার দিয়েই অভ্যস্ত, তবে তাঁর কেরিয়ারেও ফ্লপ ছবি রয়েছে। ২০২২ সালে রোহিত শেট্টি পরিচালিত ১৫০ কোটি বাজেটের ‘সার্কাস’ ছবিটি মুক্তির পর মুখ থুবড়ে পড়ে।