ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন এই ৭ জন ক্রিকেটার

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের পর ভারতীয় দলে নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। দীর্ঘ চার বছর বিরাট কোহলি দলকে এতদিন নেতৃত্ব দিয়ে এসেছেন, কিন্তু তার ভাগ্যে কোন উল্লেখযোগ্য ট্রফি জোটেনি। উপরন্তু অস্থায়ীভাবে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এশিয়া কাপ এবং ত্রিদেশীয় সিরিজ নিদাহাস ট্রফির মতো বড় বড় টুর্নামেন্ট জয় করেছে।

☞ আজকের প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত যে ৭ জন ভারতীয় খেলোয়াড় অধিনায়কত্ব পেয়েছেন, এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) বীরেন্দ্র শেহবাগ:

Happy Birthday, Virender Sehwag: 'Sultan Of Multan' Turns 41 | by Kyro  Sports | KyroSports | Medium

২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় দল প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। এই সীমিত ওভারের খেলায় বীরেন্দ্র শেহবাগ নেতৃত্ব দিয়েছিলেন ও ভারতীয় দল জয়লাভ করে। তবে এরপর আর কখনোই তাকে নেতৃত্ব দিতে দেখা যায়নি।

২) মহেন্দ্র সিং ধোনি:

How Dhoni made India fall for T20 cricket | cricket.com.au

মহেন্দ্র সিং ধোনি সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য হন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি দুটি বড় বড় আইসিসি টুর্নামেন্ট ভারতীয় দল জয়লাভ করে। পরিসংখ্যানের কথা বললে, ধোনি ৭২ ম্যাচে ৪১টিতে জয়ী হয়।

৩) সুরেশ রায়না:

IPL 2016: Gujarat Lions to roar even without captain Suresh Raina | India .com

ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে সুরেশ রায়না নেতৃত্বভার গ্রহণ করেন। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলি জয়লাভ করে ভারতীয় দল।

৪) অজিঙ্কা রাহানে:

Expected 'I would be there at World Cup batting at no.4': Ajinkya Rahane |  Cricket News – India TV

অজিঙ্কা রাহানেকে অন্যতম সফল ভারতীয় অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। কারণ তার নেতৃত্বে ভারতীয় দল এখনও পর্যন্ত একটিও টেস্ট ম্যাচে পরাজিত হয় নি। ধোনি বিশ্রাম নিলে ২০১৫ সালে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে ভারতীয় দলের নতুন অধিনায়ক হন আজিঙ্কা রাহানে। ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ড্র হয়েছিল।

৫) বিরাট কোহলি:

ICC T20 World Cup 2021: Another BAD news for Virat Kohli after loss against  Pakistan

২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলিকে বেছে নেওয়া হয়। দীর্ঘ চার বছর নেতৃত্ব দেওয়ার পর তিনি অধিনায়কত্ব ত্যাগ করেন। তার নেতৃত্বে ভারতীয় দল কোন উল্লেখযোগ্য ট্রফি না পেলেও জয়ের শতকরার (৬৪.৫৮%) দিক দিয়ে সবচেয়ে ভালো। পরিসংখ্যান বলছে, কোহলি ৫০ ম্যাচে ৩০টিতে জয় লাভ করে।

৬) রোহিত শর্মা:

Rohit Sharma equals fastest T20 century, India sink Sri Lanka to clinch  series | Cricket - Hindustan Times

রোহিত শর্মাও কোহলির মতই ২০১৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হয়েছিলেন। এরপর থেকে তিনি কেবল কোহলির অনুপস্থিতিতেই অধিনায়ক হন। তবে এবারে তিনি পাকাপাকিভাবে দলকে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে ভারতীয় দল ২০১৮ এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফি জয় লাভ করে। পরিসংখ্যান বলছে, রোহিত ১৯ ম্যাচে ১৫টিতে জয় লাভ করেছে। তার ম্যাচ জয়ের শতকরার হার ৭৮.৯৪ %।

৭) শিখর ধাওয়ান:

Shikhar Dhawan | Stats, Bio, Facts and Career Info

২০২১ সালে ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়রা ইংল্যান্ড সফরে ছিলেন। একই সময়ে বিসিসিআই ভারতীয় ‘বি’ দলকে শ্রীলঙ্কা সফরে পাঠিয়েছিল। একগুচ্ছ তরুণে ভরা এই দলটির নেতৃত্বভার গ্রহণ করেন শিখর ধাওয়ান। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে পরাজিত হয়েছিল ভারতীয় দল।