OTT-তে বাজিমাত! এখনও পর্যন্ত ওয়েব সিরিজে সর্বোচ্চ আয় করেছেন এই ৬ জন অভিনেতা

৬ জন অভিনেতা যারা OTT-তে সর্বোচ্চ আয় করেছেন

বিনোদনের জন্য ওটিটি প্ল্যাটফর্মই এখন বেশি পছন্দ দর্শকের। তাই ওটিটি-র (OTT) দিকে ঝুঁকছেন বলিউড তারকারাও। করোনা মহামারীর সময় থেকেই গৃহবন্দী মানুষের কাছে নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম (Amazon Prime) -এর মত ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে। তবে আপনি কী জানেন OTT প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত তারকা কারা! 

অজয় ​​দেবগন (Ajay Devgn): ব্রিটিশ শো লুথারের উপর ভিত্তি করে ক্রাইম থ্রিলার নির্মাণের মাধ্যমে অজয় দেবগন ওটিটি-তে আত্মপ্রকাশ করেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিনেতা ১২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। রুদ্র: টি এজ অফ ডার্কনেস এখন ডিজনি প্লাস হটস্টার -এ স্ট্রিম করছে।

সাইফ আলী খান (Saif Ali Khan): রেঙ্গুন, কালাকান্দি-র মত ছবি ফ্লপ হওয়ার পরেই তিনি ওটিটি শো ‘সেক্রেড গেমসের’ সাথে নতুন করে শুরু করেন। অভিনেতা সরতাজ সিং চরিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসাও কম পাননি। রিপোর্ট অনুযায়ী, সাইফ প্রথম সিজনের ৪টি পর্বের জন্য ১৫ কোটি পারিশ্রমিক নেন।

পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi): ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ সুলতান চরিত্রে অভিনয় করার পরে তিনি তুমুল খ্যাতি অর্জন করেন। এরপর অভিনেতা আমাজন প্রাইমে মির্জাপুরের সাথে ওটিটি প্ল্যাটফর্ম এবং নেটফ্লিক্সে সেক্রেড গেমস গ্রহণ করেন। এই শোগুলির জন্য অভিনেতাকে ১০থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল।

মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee): রিপোর্ট অনুযায়ী, মনোজ বাজপেয়ী তার সমালোচকদের প্রশংসিত থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর ২য় সিজনের জন্য ১০ কোটি টাকা চার্জ করেছিলেন। শোটি বর্তমানে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হচ্ছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui): ক্রাইম থ্রিলার সিরিজ ‘দ্য সেক্রেড গেমস’-এর দ্বিতীয় সিজনের জন্য অভিনেতাকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। অপরাধ প্রভু গণেশ গাইতোন্ডে চরিত্রে অভিনয়ের জন্য সিদ্দিকী নেটিজেনদের অনেক প্রশংসাও পেয়েছিলেন।

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu): দ্য ফ্যামিলি ম্যান ২-এ তার ভূমিকার জন্য, অভিনেত্রী ৪ কোটি টাকা চার্জ করেছিলেন বলে জানা গেছে। তেলেগু অভিনেত্রী সমালোচকদের দ্বারা প্রশংসিত শো দিয়েই আত্মপ্রকাশ করেছিলেন।