বলিউডের এই ৫ পাঁচ অভিনেত্রী যারা রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন

রাজ পরিবারে জন্ম নিয়েছেন বলিউডের এই ৫ অভিনেত্রী

পদ্মাবত থেকে শুরু করে যোধা আকবর পর্যন্ত বলিউডে এমন অনেক ছবি তৈরি হয়েছে, যার মাধ্যমে রাজপরিবারের গল্প দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এসব ছবিতে রাজকন্যার চরিত্রে অভিনয় করেছেন বহু বলিউড অভিনেত্রীরা। কিন্তু, খুব কম লোকই জানেন যে বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যারা আসলে রাজপরিবারের সদস্য।

অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) : অদিতি রাও হায়দারি বলিউডের এক স্বনামধন্য অভিনেত্রী এবং একটি রাজপরিবারের সদস্য। তিনি দুটি রাজ পরিবারের বংশধর। তার মাতামহ জে রামেশ্বর রাও ছিলেন ওয়ানাপার্টি রাজ্যের নেতা এবং তার পিতামহ ছিলেন মুহাম্মদ সালেহ আকবর হায়দারি।

সোহা আলি খান (Soha Ali Khan) : সোহা আলি খানের বাবা, মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক এবং তার পিতা ও পিতামহ উভয়েই নবাব ছিলেন। তাঁর পিতামহী সাজিদা সুলতান ছিলেন ভোপালের বেগম৷ সোহা সেই সূত্রেই একজন রাজকন্যা।

সারা আলি খান (Sara Ali Khan) : বলিউডের সবচেয়ে জনপ্রিয় স্টার কিডস এবং অভিনেত্রী সারা আলি খানও রাজপরিবারের সদস্য। তিনিও সোহা আলী খানের মতো পতৌদি রাজ পরিবারের কন্যা। তার ঠাকুরদা মনসুর আলি খান পতৌদি ছিলেন নবাব।

রিয়া সেন (Riya Sen) : অভিনেত্রী রিয়া সেনও একজন বাস্তব জীবনের রাজকন্যা। তার দিদিমা সুচিত্রা সেন হলেন বাংলার মহানায়িকা। জন্মগতভাবে এই নায়িকা ত্রিপুরার রাজ পরিবারের সদস্য এবং তাঁর মাতামহী ইলা দেবী ছিলেন বরোদার রাজার কন্যা। এদিক থেকে মুনমুন কন্যা রিয়া সেনও উচ্চ রাজপরিবারের সদস্য।

ভাগ্যশ্রী (Bhagyashree) : সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ নায়িকা ভাগ্যশ্রীও আদতে এক রাজ পরিবারের রাজকন্যা। মহারাষ্ট্রের সাঙ্গলীর পাটবর্ধন রাজ পরিবারের জন্ম হয়েছে তার। তিনি আবার রাজা বিজয় মাধবরাও পাটবর্ধনের কন্যা।