গিনেস বুকে রেকর্ড করে ভারতের মুখ উজ্জ্বল করেছেন বলিউডের এই ৫ জন তারকা

বলিউডের যে পাঁচ তারকা গিনেস বুক অফ ওয়ার্ল্ড-এ রেকর্ড করেছেন

‘গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড’ এমন এক মর্যাদাপূর্ণ পুরস্কার যা অসাধারণ সব কাজের জন্য দেওয়া হয়। এখানে নাম তোলা খুব একটা সহজ কাজ নয়। তবে বলিউড (Bollywood) -র বেশ কিছু সেলিব্রিটি আছেন যারা তাদের কর্ম দক্ষতার জোরে এই অসাধ্য সাধন করেছেন এবং গিনেসবুকে নাম তুলে দেশের মুখ উজ্জ্বল করেছে তারা। আজকের প্রতিবেদন এমনই ৫ তারকার সম্পর্কে বলা হয়েছে।

আশা ভোঁসলে (Asha Bhosle) : ভারতের বিখ্যাত গায়িকা আশা ভোঁসলেও বিশ্ব রেকর্ড গড়েছেন তার গানের মধ্য দিয়ে। এই কিংবদন্তি গায়িকা ১৯৪৭ সাল থেকে ২০টিরও বেশি ভারতীয় ভাষায় মোট ১১ হাজারেরও বেশি গান গেয়েছেন। সব থেকে বেশি সোলো এবং ডুয়েট গাওয়ার জন্য তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন।

ললিতা পাওয়ার (Lalita Pawar) : বলিউডের এই অভিনেত্রী অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন। বলতে গেলে বলিউডের শুরুর পর্যায় থেকে তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘতম ফিল্মি কেরিয়ারের জন্য ললিতা পাওয়ার রেকর্ড গড়েছেন। সেই কারণেই তার নামের উল্লেখ রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

কুমার শানু (Kumar Sanu) : একটা গোটা প্রজন্মই কুমার শানুর গান শুনে বড় হয়েছে। ৯০ এর দশকে হিট হওয়া তার গানগুলোর জনপ্রিয়তা রয়েছে আজও। তবে তিনি একদিনে সর্বাধিক ২৮টি গান রেকর্ড করায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কুমার শানুর নামও রয়েছে।

Image

অক্ষয় কুমার (Akshay Kumar) : অক্ষয় কুমার হালফিলে তার ছবির প্রচার করতে গিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সেলফি ছবির প্রচারে গিয়ে তিনি মাত্র তিন মিনিটে ১৮৪টি সেলফি তুলে ফেলেন। এর ফলে তার তার নাম নথিভুক্ত হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

অমিতাভ বচ্চন (Amitabh Bhachchan) : বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নামেও রয়েছে রেকর্ড। যদিও তা অভিনয়ের জন্য নয়, তিনি এই রেকর্ড গড়তে পেরেছিলেন গানের সুবাদে। ১৯ জন বিখ্যাত গায়কের সঙ্গে তিনি শ্রী হনুমান চালিশা গেয়েছিলেন। এই কারনেই তার নাম রয়েছে বিশ্ব রেকর্ড।