এমএস ধোনির এই ৩টি রেকর্ড, যা আগামী ১০০ বছরেও কেউ ভাঙতে পারবে না

কোন ক্রিকেটারের পক্ষেই ধোনির এই তিনটি রেকর্ড ভাঙ্গা সম্ভব নয়

Mahendra Singh Dhoni’s Record: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৫ আগস্ট ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিন্তু তাকে ঘিরে এখনো ক্রিকেটপ্রেমীদের সেই ভালোবাসা ও উত্তেজনা রয়েছে যেমনটা ভারতীয় দলের হয়ে খেলার সময় পেতেন। ২০২৩ সালের আইপিএল এর শিরোপা জিতে চেন্নাইকে (CSK) পাঁচবারের মতো চ্যাম্পিয়ন করেছেন মাহি।

মহেন্দ্র সিং ধোনি একজন ভালো অধিনায়ক হওয়ার পাশাপাশি দুর্দান্ত ব্যাটসম্যান ও উইকেট রক্ষকও। তিনি ক্রিকেট ক্যারিয়ারে বহু রেকর্ড অর্জন করেছেন। তবে এই প্রতিবেদনে তার এমন তিনটি রেকর্ডের কথা বলা হয়েছে যা আগামী ১০০ বছরেও ভাঙ্গা সম্ভব নয় বা কেউ ভাঙতে পারবে না।

১) ২০০ ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করা: মহেন্দ্র সিং ধোনি বিশ্বের অন্যতম সফল অধিনায়ক। যিনি ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে ২০০টি ওয়ানডে ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তাই ধোনির ২০০ ম্যাচে অধিনায়কত্বের রেকর্ড ভাঙ্গা অন্য কোনো অধিনায়কের পক্ষে সম্ভব নয়। ধোনির পরেই রয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন, যিনি ১৭৪ ওডিআই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।

Image

২) স্টাম্পিংয়ের দিক দিয়ে ধোনিই এগিয়ে: যখনই ক্রিকেট ইতিহাসের সেরা উইকেটরক্ষকদের নিয়ে আলোচনা হবে, তখনই এমএস ধোনি নাম আসবে। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ১২৩ স্টাম্পিংয়ের রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির নামে, যিনি ব্যাটসম্যানদের ক্রিজে বের হওয়া মাত্রই বিদ্যুতের গতিতে উইকেট ভেঙেছেন। এছাড়া নিয়েছেন ৩২১টি ক্যাচ।

৩) আইসিসি ট্রফি জেতার রেকর্ড: মহেন্দ্র সিং ধোনির বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি তার দলকে তিনটি আইসিসি ট্রফি জিতিয়েছেন। ধোনির নেতৃত্বে ভারত প্রথম বার ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল। এরপর ২০১১ সালে ২৮ বছরের অবসান ঘটিয়ে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলেন। ধোনির এই রেকর্ড কারও পক্ষেই ভাঙ্গা সম্ভব নয় বলেই মনে করা হয়।