বলিউডের এই ১০ জন তারকা খাঁটি নিরামিষভোজী, ভুলেও মাংস জাতীয় খাবার স্পর্শ করেন না

মাংস থেকে দূরে থাকেন বলিউডের এই তারকারা

Vegetarian stars of Bollywood: অনেক বিজ্ঞাপনে বলিউড সেলিব্রিটিদের নিরামিষভোজীর পক্ষে কথা বলতে দেখা যায়। কেউ কেউ তাদের নৈতিকতা বা নীতির কারণে আবার কেউ তাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কারণে নিরামিষাশী হয়েছেন। এই প্রতিবেদনে তেমনি কয়েকজন বলিউড তারকার সম্পর্কে বলা হয়েছে যারা খাঁটি নিরামিষভোজী, ভুলেও মাংস জাতীয় খাবার স্পর্শ করেন না।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): ৮০ বছর বয়সী বিগ-বি একজন খাঁটি নিরামিষাশী। তিনি কখনো আমিষ জাতীয় খাবার স্পর্শ করেন না। একবার তিনি, ‘কৌন বানেগা ক্রোড়পতি – ১৪’ শো চলাকালীন বলেছিলেন তিনি আমিষ ও মিষ্টি জাতীয় খাবার ছেড়ে দিয়েছেন।

ভূমি পেডনেকর (Bhumi Pednekar): একসময় এই বলিউড অভিনেত্রী তার ওজনের কারণে বড় সমস্যায় পড়েছিলেন। এরপর দ্রুত ওজন হ্রাস করতে খাঁটি নিরামিষ আহার গ্রহণ করেন। ২০২০ সালে লকডাউন থেকে তিনি নিরামিষাশী হয়েছিলেন। এরপর যখন তিনি ওজন ঝরিয়ে প্রকাশ্যে আসেন তাকে দেখে সকলেই অবাক হন।

রিতেশ দেশমুখ (Riteish Deshmukh): বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রিতেশ দেশমুখও এই তালিকায় রয়েছেন। বছর তিনেক আগে রিতেশ ও তার স্ত্রী জেনেলিয়া নিরামিষাশী হয়েছিলেন। তারা একটি ‘ইমাজিন মিটস’ নামে একটি সংস্থা চালান যা মাংসের বিকল্প হিসেবে উদ্ভিদভিত্তিক খাবার প্রস্তুত করা হয়।

সোনাম কাপুর (Sonam Kapoor): সোনাম কাপুর সর্বদা পশুদের প্রতির ভালোবাসা এবং সমর্থন সম্পর্কে সোচ্চার ছিলেন। তিনি প্রথম থেকেই নিরামিষভোজী। যে কারণে তিনি ২০১৮ সালে PETA দ্বারা পুরস্কৃত হয়েছিলেন। এছাড়া তিনি পাঞ্জাবি পরিবারের হওয়ায় সমস্ত আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকেন।

শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor): বলিউডের ‘আশিকি গার্ল’ শ্রদ্ধা কাপুরও বছর চারেক আগে নিরামিষাশী হয়েছিলেন, পশুদের প্রতি ভালোবাসার কথা বিবেচনা করে। এছাড়াও জানিয়েছেন, নিজের ফিটনেস বজায় রাখার জন্য যেকোনো আমিষ জাতীয় খাবার ডায়েট তালিকা থেকে বাদ দিয়েছেন।

আর মাধবান (R. Madhavan): বলিউড অভিনেতা আর মাধবন শুরু থেকেই নিরামিষভোজী। তিনি একবার বলেছিলেন, কসাইখানার ভিতরে যা হয় আপনি যদি দেখেন তখন নিশ্চয়ই আপনিও পশুর মাংসের প্রতি লোভ হারাবেন। তখন নিরামিষ খাওয়ার জন্য সহানুভূতিশীল হবেন।

অক্ষয় কুমার (Akshay Kumar): অক্ষয় কুমার তার স্বাস্থ্যকর জীবনধারার জন্য পরিচিত। তিনি ২০১৭ সাল থেকে সম্পূর্ণ নিরামিষভোজী হয়ে উঠেছেন। তার খাদ্য তালিকায় থাকে সম্পূর্ণ উদ্ভিদ ভিত্তিক খাবার। ২০২১ সালে তিনি PETA থেকে বছরের সবচেয়ে সুন্দর নিরামিষ সেলিব্রেটির খেতাবও পেয়েছিলেন।

জন আব্রাহাম (John Abraham): বলিউডের কয়েকজন যোগ্য অভিনেতাদের মধ্যে জন আব্রাহাম একজন। জন শুধুমাত্র নিরামিষ খাবার থেকে তার ফিটনেস তৈরি করেছেন। তিনি একজন পশু দাতব্য হিসেবে কাজ করেন। পশুদের প্রতি ভালোবাসার কারণে তিনি নিরামিষাশী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jamwal): বিদ্যুৎ জামওয়াল PETA দ্বারা ২০১৩ সালে ভারতের সবথেকে হটেস্ট নিরামিষ সেলিব্রেটি হন। তিনি ১৪ বছর বয়সে নিরামিষাশী হয়েছিলেন। তিনি মনে করেন প্রতিদিন মাটন, চিকেন খাবার তুলনায় নিরামিষ খাবার অনেক বেশি স্বাস্থ্যকর। যে কারণে তার ফিটনেস ও চেহারা দেখেই বোঝা যায়।

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut): বলিউড কুইন নামে পরিচিত কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের মান্ডির রাজপুত পরিবার থেকে এসেছেন, তাই তিনি প্রথম থেকেই নিরামিষভোজী। এমনকি মুম্বাইয়ে আসার পরও আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকেন। বিদ্যুৎ জামওয়ালের পাশাপাশি ২০১৩ সালে তিনিও PETA দ্বারা হটেস্ট নিরামিষ সেলিব্রেটি হিসেবে অভিহিত হয়েছিলেন।