চোখের ধাঁধা: এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি সাপ, আপনি খুঁজে পেলেই জিনিয়াস

আজকাল ইন্টারনেটে অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি মুহূর্তেই ভাইরাল হচ্ছে এবং অনেকেই এই জাতীয় চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে পছন্দ করেন। এই মন বিভ্রান্ত করা ছবিগুলির মাধ্যমে অনেকেই নিজের বুদ্ধিমত্তার পরিচয় পান। এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর সাপ!

সাপ মানেই আতঙ্কের! তাই এই ছবিতেও কোথাও লুকিয়ে রয়েছে সাপটি। আপনি যদি মনোযোগ সহকারে ছবিটি দেখেন তাহলে অবশ্যই সনাক্ত করতে পারবেন। দাবি করা হয়েছে, কেবল ৫% মানুষই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে পারবেন। আপনিও যদি সাপটিকে খুঁজে বের করতে সক্ষম হন তাহলে আপনার চোখ সত্যিই তীক্ষ্ণ। 

Image

এই দৃষ্টি বিভ্রম করা ছবি দেখে অনেকেই হাল ছেড়ে দেন, আবার কিছু মানুষ রয়েছেন যারা সহজেই সনাক্ত করতে পারেন। ছবিটি দেখে বোঝা যাচ্ছে একটি উপত্যকার, যেখানে রয়েছে বেশ কয়েকটি জীবজন্তু। একটি বানর গাছে দোল খাচ্ছে আর নিচে দাঁড়িয়ে আছে একটি জিরাফ, হাতি, সিংহ, বাঘ ও ভাল্লুক। আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে সাপটি।

Image

আপনার পক্ষে যদি সাপটি খুঁজে বের করা কঠিন বলে মনে হয় তাহলে আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। অপটিক্যাল ইলিউশনের ছবিগুলির সনাক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো মন ও চোখকে শান্ত করা। ছবিটির একেবারে উপরের বাঁদিকে গাছে ঝুলে রয়েছে সাপটি। গাছের পাতার রঙের সাথে মিশে যাওয়ায় সাপটিকে সহজে দেখা যাচ্ছে না। 

বিশেষজ্ঞদের মতে, অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি আমাদের চিন্তাধারাকে বারবার পরিবর্তন করলেও, এগুলি একপ্রকার মস্তিষ্কের ব্যায়াম। এর ফলে আমাদের মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এই কঠিন ধাঁধার মাধ্যমে অনেকেই নিজের আইকিউ লেভেল বোঝার চেষ্টা করেন।

Image