চোখের ধাঁধা: এই ছবিতে একটি কুকুর লুকিয়ে রয়েছে, ৯০% মানুষ খুঁজতে ব্যর্থ

Optical illusion: ‘অপটিক্যাল ইলিউশন’ মানেই হল চোখের প্রতারণা (fraud)। তবে অনেকেই রয়েছেন যারা সহজেই এই ধাঁধার রহস্য (mystery) সমাধান করতে অভ্যস্ত। যদিও বেশিরভাগ মানুষ ব্যর্থই হন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে লুকিয়ে রয়েছে একটি কুকুর।

উপরে শেয়ার করা ছবিটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন একটি সুন্দর চিত্রকলা (painting), যেখানে একজন বৃদ্ধ মানুষের ছবি আঁকা হয়েছে। বৃদ্ধটির গাল ভর্তি দাড়ি, নাকের নিচে একটি বড় গোঁফ, তবে চোখটি নাকের পাশেই রয়েছে। তবে এরই মধ্যে লুকিয়ে রয়েছে একটি কুকুর, যা খুঁজে বের করার চ্যালেঞ্জ (challenge) ছুঁড়ে দেওয়া হয়েছে। 

Image

দাবি করা হয়েছে, কেবল ১০ শতাংশ মানুষই ছবির মধ্যে লুকিয়ে থাকা কুকুরটি শনাক্ত করতে পারবেন। অনেকেই ছবিটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরও ছবির রহস্য বুঝতে পারেননি এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু এরই মধ্যে যারা কুকুরটি শনাক্ত করতে পেরেছেন, মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ এবং তারা জিনিয়াস।

তবে আপনার ক্ষেত্রেও যদি কুকুরটি খুঁজে বের করতে কঠিন বলে মনে হয়, তাহলে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। উত্তর খোঁজার আগে ছবিটি মনোযোগ সহকারে দেখুন। ছবিটি বাম পাশে কাত করলেই, একটি কুকুরের মুখের অবয়ব ফুটে উঠবে অর্থাৎ আপনার মোবাইলটি বাঁ দিকে ঘুরিয়ে দেখতে পারেন।

Image

অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আপনার ভাবনার চেয়েও অনেক সূক্ষ্ম। সুতরাং ধাঁধার সমাধান করার ক্ষেত্রে গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, বরং একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে চিন্তা করলেই ছবির রহস্য বেরিয়ে আসতে পারে। এছাড়াও এগুলি একপ্রকার মস্তিষ্কের জন্য ব্যায়ামও।