এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে মুসলমানদের বসবাস রয়েছে, কিন্তু একটিও মসজিদ নেই

Mosque: বিশ্বের প্রায় প্রতিটি দেশে মুসলিম জাতি বসবাস করে এবং সেখানে অনেক মসজিদও রয়েছে। বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী দেশগুলিতে অসংখ্য মসজিদ রয়েছে এবং তারা সেখানে গিয়ে উপাসনা করেন। কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে মুসলমানরা বসবাস করে কিন্তু একটিও মসজিদ নেই। শুধু তাই নয়, সে দেশে মসজিদ নির্মাণের অনুমতিও নেই। 

Slovakia

এই দেশটির নাম স্লোভাকিয়া। এখানকার মুসলিমরা তুর্কি এবং উগার সম্প্রদায়ের, যারা ১৭ শতক থেকে এখানে বসবাস করছে। স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তবে এই দেশটি সর্বশেষ সদস্য হয়েছিল। এদেশে মসজিদ নির্মাণ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। এদেশের রাজধানীতে (ব্রাতিস্লাভা) একটি ইসলামিক কেন্দ্র স্থাপন নিয়ে বিতর্ক দেখা যায়। ব্রাতিস্লাভার মেয়র ইসলামিক ওয়াকফ ফাউন্ডেশনের সব প্রস্তাব প্রত্যাখান করেন।

Image

২০১৫ সালে উদ্বাস্তু অভিবাসন ইউরোপের একটি প্রধান সমস্যা ছিল। সেইসময় স্লোভাকিয়া ২০০ জন খ্রিস্টানকে আশ্রয় দেয়, কিন্তু মুসলিম শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকার করে। এর ব্যাখ্যা দিয়ে স্লোভাকিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের কাছে মুসলমানদের কোন উপাসনালয় নেই, যার কারনে মুসলিমদের আশ্রয় দিলে দেশে অনেক সমস্যা হতে পারে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছিল।

Image

২০১৬ সালের ৩০ শে নভেম্বর, স্লোভাকিয়া একটি সরকারি ধর্ম হিসেবে ইসলামের স্বীকৃতি নিষিদ্ধ করে একটি আইন পাস করে। এদেশ ইসলামকে ধর্ম হিসেবে মানে না। ২০১০ সালের গণনা অনুসারে এখানকার মুসলিমদের সংখ্যা প্রায় ৫ হাজারের বেশি। স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের একমাত্র দেশ যেখানে একটিও মসজিদ নেই। স্লোভাকিয়াতে শব্দ দূষণ মোকাবিলায় কঠোর আইন রয়েছে।

Image

স্লোভাকিয়ায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আপনি কারও সাথে অভদ্রভাবে কথা বলতে বা হট্টগোল করতে পারবেন না। এমনটা করলে পুলিশের হাতে ধরা পড়তে পারে এবং জরিমানাও দিতে হতে পারে। ইউরোপের এই দেশটির কঠোর আইন কানুন হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব এবং মনোমুগ্ধকর। প্রতিবছর এই দেশটিতে লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে যান।